Free views, likes and subscribers at YouTube. Now!
Get Free YouTube Subscribers, Views and Likes

VoiceArt

Likes
0
VoiceArt
সাহিত্যের অতি প্রাচীন একটি শাখা কবিতা। কবিতাকে প্রাণ দেয়ার কাজ করে আবৃত্তি। পুস্তকে আবৃত্তির যে সংজ্ঞাই থাকুক না কেন, আবৃত্তি হল কবিতার চাহিদা অনুযায়ী আবেগের সাথে, শাণিত উচ্চারণে, যথাযথ স্বরের প্রয়োগ করে একটি লেখাকে (কবিতাকে) চিত্রায়িত করা।

শিল্প হিসেবে আবৃত্তি উচ্চমার্গীয় হলেও, জনপ্রিয়তার তুলনায় বেশ পিছিয়ে। তবে প্রয়োজনীয়তা সব সময়ই আছে। কবিতার পাঠক বা আবৃত্তির শ্রোতা কেবল মাত্র নির্দিষ্ট বোধ সম্পন্ন মানুষই হয়ে থাকে। সে দায় অবশ্য কবি বা শিল্পীকে দেওয়া যেতেই পারে। কবিতার ভাষা প্রায়ই কঠিন হয়। তবে কবিতা তা নিয়ে চিন্তা করে না। সে তার আপন গতিতে চলে।

এই চ্যানেলে বিভিন্ন সময় ভালোলাগা, জনপ্রিয় / অজনপ্রিয়, বিখ্যাত / অখ্যাত, নতুন / পুরাতন বিভিন্ন কবির কবিতা বা লেখা পড়ার বা আবৃত্তির চেষ্টা করা হয়েছে। এখানে ব্যকরণকে বেশি প্রাধান্য না দিয়ে আবেগের প্রকাশ বেশি ঘটতে পারে। কেউ এটাকে অতি আবৃত্তি বা নাটুকেপনা বলতে পারেন। তাতে দোষের কিছু মনে করি না। বলা যেতে পারে আমার ভাললাগার কিছু উচ্চারণের প্রকাশ। আর এটিই VoiceArt.

posted by Neispeliamk