15 Free YouTube subscribers for your channel
Get Free YouTube Subscribers, Views and Likes

পাঁচটি কুল গাছে ফলে ভরে গেল। সহজ পরিচর্যা। কেমন পোকা আক্রমণ করে। 10 ইঞ্চি টবে এত ফল সম্ভব কি?

Follow
Green Friends

#Thai_variety_plant_care

সহজ পরিচর্যা করে এত পরিমাণে কুল পাব। আমি কোন সময়ের জন্য ভাবি নি।
Green Friends mini Store 246 বাসদ্রনি গভার্নমেন্ট কোলোনি। সরোজসংঘ ফুটবল খেলার মাঠের পিছনে গলিতে। 8240939503. এখানে গাছের খাবাার বিক্রি করা হয় গাছ বিক্রি করা হয় না।
নার্সারিতে ভিডিও করতে গিয়েছিলাম ওখান থেকে গিফট হিিসেবে দিয়েছিল এই গাছগুলি।
সহজ হবে মাটি বালি ভার্মি কম্পোস্ট দিয়েই গাছগুলি বসিয়েছিলাম।
নর্মাল আর পাঁচটা কাছে যেমন খাবার দিিি সরিষার খোলর জল
হাড় গুড়ো সিংকুচি বাদাম খোল নিম খোোোোল খাবার ব্যবহার করি গাজগুলোতে ।

কাজ করতে গেলে অনেক কিছু লাগবে এটা ভুল ধারণা।
তার পরিচর্যা করুন সহজ হবে।
নিজেদের মনের চাহিদা মেটানোর জন্যই গাছ করুন।
ভালো গাছের গ্রু ত তৈরি হলে।
গাছে ফুল ফল এমনিতেই চলে আসবে।
আমি সেই ভাবে দিনের সময় পায়না।
তবুও কোন রকম ভাবে হাল ছাড়ি না।
নরমাল ভাবেই চেষ্টা করে যাচ্ছি পরিচালনা করেই যাচ্ছি।
তার থেকেই সে ফল আমি পাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছ।
আমরা বাজার থেকে ভালো গাছ কিনে আনব সেই গাছ নিজেদের মতন করে প্রতিস্থাপন করব।

সবকিছু সহজেই করা সম্ভব।

posted by jonlee627l4