15 Free YouTube subscribers for your channel
Get Free YouTube Subscribers, Views and Likes

18) সূরা কাহফ Surah Al-KAHF | হৃদয় ছোঁয়া الكهف অনুবাদ | Qari Shakir Qasmi | mahfuz art of nature

Follow
mahfuz art of nature (القرآن)

#Surah​ #AL​ #KAHAF​ #সূরা_আল_কাহফ​ #বাংলা_অনুবাদ​ Qari #Shakir_Qasmi​, mahfuz art of nature #মন_ছুঁয়ে_যাওয়া_তেলওয়াত​ Cave of 7 Sleepers who slept for 309 Years
Playlist:    • Full Holy Quran with Bangla English T...  
আল কাহফ (আরবি ভাষায়: الكهف) নামের অর্থ গুহা, মহাগ্রন্থ আল কুরআনের ১৮ তম সূরার আয়াত সংখ্যা ১১০ টি এবং এর রূকুর সংখ্যা ১১ টি। আল কাহফ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় কোরাইশদের তিনটি প্রশ্নের কথা এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

রাসূল (সা.) বলেছেন,
“যে সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে, সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে।” (মুসলিম)
Timestamps (টাইমস্ট্যাম্পস):
01. গুহার যুবকদের গল্প বিশ্বাসের পরীক্ষা 0:03:22
02. দুটি বাগানের মালিকের গল্প সম্পদের পরীক্ষা 0:21:57
03. মুসা (আ.) ও খিযির (আ.) এর গল্প জ্ঞানের পরীক্ষা 0:40:06
04. ন্যায়পরায়ণ বাদশাহ্ যুলকারনাইন এর গল্প ক্ষমতার পরীক্ষা 0:52:08

এই সূরার মধ্যে চারটি কাহিনী বর্ণিত আছে। এই চারটি কাহিনীর মধ্যেই আমাদের জন্য একটি করে মৌলিক শিক্ষা রয়েছে। এখানে সংক্ষেপে এই চারটি কাহিনী বর্ণনা করা হল।

১. আসহাবে কাহাফ বা গুহাবাসীদের কাহিনী বিশ্বাসের পরীক্ষা

এটি একদল যুবকের কাহিনী যারা নিজেদের ঈমানকে রক্ষার জন্য নিজেদের ঘর ছেড়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করে পর্বতের গুহাবাসী হয়েছিল। গুহায় আশ্রয় নেওয়ার পর তারা ঘুমিয়ে পড়লে আল্লাহ তাদেরকে ৩০০ বছর ঘুমের মধ্যে রাখেন।
৩০০ বছর পর ঘুম থেকে তারা জেগে তাদের মধ্যে একজনকে শহর থেকে খাবার আনার জন্য পাঠালেন। তারা চিন্তা করেছিলেন, তারা হয়তো একদিন বা তার থেকে কম সময় ঘুমিয়ে কাটিয়েছেন।
খাবার আনতে যাওয়া ব্যক্তি অত্যন্ত সতর্কতার সাথে শহরের বাজারে যান, যাতে করে কেউ তাকে চিনে তার ক্ষতি করতে না পারে। কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণ ভিন্ন একদল মানুষের মাঝে আবিষ্কার করেন এবং দোকানদার তার কাছে পুরাতন মুদ্রা পেয়ে তাকে পাকড়াও করে, মুদ্রা গুলো তিনি কোথায় পেয়েছেন জানতে চেয়ে।
মূলত এই কাহিনীতে দেখানো হয়েছে, আল্লাহ তার উপর ভরসাকারী বান্দাদেরকে কি করে চরম প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন।

২. দুই বাগানের মালিকের কাহিনী সম্পদের পরীক্ষা

“আপনি তাদের কাছে দুই ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন। আমি তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এ দুটিকে খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করেছি এবং দুইয়ের মাঝখানে করেছি শস্যক্ষেত্র। উভয় বাগানই ফলদান করে এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করেছি। সে ফল পেল। অতঃপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল, আমার ধনসম্পদ তোমার চাইতে বেশী এবং জনবলে আমি অধিক শক্তিশালী।” (সূরা কাহাফ, আয়াত: ৩২৩৪)

ধনবান লোকটি তার সম্পদের জন্য আল্লাহর শোকর করতে ভুলে গিয়ে নিজেই অহংকারে নিমজ্জিত হয়েছিল। ফলে আল্লাহ তার বাগানকে ধ্বংস করে দেন।


৩. মুসা ও খিজির (আ.) এর কাহিনী জ্ঞানের পরীক্ষা

হাদীসে এসেছে, একবার হযরত মুসা (আ.) বনী ইসরাইলের সমাবেশে তাদের হেদয়াতের জন্য কথা বলছিলেন। এসময় তাকে প্রশ্ন করা হল, দুনিয়া সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে। তিনি জবাব দিয়েছিলেন, “আমি।” মুসা (আ.) এর উত্তরের জন্য আল্লাহ তাকে তিরস্কার করেন এবং বলেন, দুই সমুদ্রের সংযোগস্থলে তার চেয়ে অধিক জ্ঞানী আল্লাহর এক বান্দা আছে। মুসা (আ.) তার সাথে সাক্ষাত করার ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ তখন তার বান্দা খিজির (আ.) এর সাথে সাক্ষাতের জন্য নির্দেশনা দান করেন।


৪. যুলকারনাইনের কাহিনী ক্ষমতার পরীক্ষা

কুরআনে বর্ণিত যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যিনি পূর্ব থেকে পশ্চিমে বিশাল এক সাম্রাজ্যের অধিপতি ছিলেন। কুরআনে তার তিনটি অভিযানের কথা বর্ণিত আছে।

কুরআনে বর্ণিত তার শেষ অভিযানে তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী একটি স্থানে এসে উপস্থিত হন। সেখানকার অধিবাসীরা তাকে জানায়, দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ ধরে দুইটি অসভ্য জাতি ইয়াজুজ ও মাজুজের লোকেরা এসে তাদের লুটপাট করে। তারা ইয়াজুজমাজুজের আক্রমন থেকে বাঁচার জন্য যুলকারনাইনের সাহায্য চায়। যুলকারনাইন তাদেরকে সাহায্য করার জন্য সম্মত হন।

যুলকারনাইন কখনোই তার ক্ষমতার জন্য গর্বিত ছিলেন না। ইয়াজুজমাজুজের আক্রমনের বিরুদ্ধে দুই পাহাড়ের মাঝে তার প্রাচীর তৈরির পর তার বক্তব্য থেকে প্রকাশ পায় আল্লাহর প্রতি তার ভরসা ও আনুগত্য।

রাসূল (সা.) সূরা কাহাফ পাঠ করার জন্য অধিক গুরুত্ব প্রদান করেছেন। বায়হাকীতে বর্ণিত হয়েছে,
যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা কাহাফ পাঠ করবে, তবে পরবর্তী শুক্রবার পর্যন্ত আল্লাহ তাকে নূর প্রদান করবেন।


হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ ( আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

May Allah bless you all!

Edit by : mahfuz art of nature (mahfuz mizbah uddin)

❤ S U B S C R I B E ❤ and Keep us in your Prayers!

▶ Facebook :  / mahfuz.mizbahuddin  
▶ সহজ বাংলা আল কুরআন   / 201666257706649  
▶ gmail: [email protected]

© 2021 mahfuz art of nature studio ([email protected])

❤Thanks for watching.

LIKE |
COMMENT |
SHARE |

posted by Kovorjarq