Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

দন্ত্য ন আর মূর্ধন্য ণ -এর ভুল আর কোনদিন হবে না। মাত্র ২ টি নিয়ম।

Follow
সহজ বাংলা শিক্ষা

বাংলা ব্যাকরণে ণত্ব বিধান এবং ষত্ব বিধান এর নিয়মগুলি বেশ কঠিন। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই মনে রাখতে পারে না। আবার কেউ কেউ মুখস্ত করে ফেললেও শব্দে সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। ফলে বানান ভুল হয়।
এই সমস্যা কিভাবে দূর করা যায় তার কথা ভেবে আমি এই ভিডিওতে মাত্র দুটো সহজ নিয়ম দেখিয়েছি। নিয়মগুলো খুবই সহজ। ছবি এবং অ্যানিমেশন এর মাধ্যমে নিয়মগুলো দেখানো হয়েছে খুবই সহজভাবে। দু'একবার ভিডিওটা দেখলেই তোমরা সারা জীবন মনে রাখতে পারবে নিয়মগুলো। জীবনে আর কোনোদিন দন্ত ন এবং মূর্ধন্য ণ এর ভুল হবেনা। খুব সহজেই তোমরা বলতে পারবে কোন শব্দে বসবে দন্ত ন এবং কোন শব্দে বসবে মূর্ধন্য ণ।
বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছেই বাংলা ব্যাকরণ শিক্ষা একটা কঠিন ব্যাপার। আর এই কঠিন জিনিসটাকে সহজভাবে তুলে ধরাই এই চ্যানেলের উদ্দেশ্য।

posted by 2d3i2rolf