Get real, active and permanent YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

জিডি করলেই কি পুলিশ গ্রেফতার করে? শুনুন আইনজীবীর কাছে।

Follow
Advocate Sheikh Asibur Rahman Asif

জিডি করলেই কি পুলিশ গ্রেফতার করে?
হ্যাঁ এমনটাই মনে করে আমাদের দেশের সাধারন মানুষজন। তবে এমন চিন্তা ভুল। আমল অযোগ্য অপরাধের জন্য জিডি করা হয় যাতে করে এমন ঘটনা তদন্ত সাপেক্ষে পরে মামলায় রুপ নেয়। সাধারণত কম গুরুত্বপূর্ণ অপরাধকেই আমল অযোগ্য অপরাধ বলা হয়। এই সমস্ত অপরাধ হলে থানায় সরাসরি মামলা নেয় না সেই ক্ষেত্রে থানায় জিডি করার বিধান আইনে আছে। জিডি করলে একটি নির্দিষ্ট বইতে সেটা নোট রাখা হয় এবং আদালতে পাঠিয়ে দেওয়া হয় তদন্তের অনুমতির জন্য। তখন ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে সেটা পুলিশ তদন্ত করে এবং অপরাধের সত্যতা পেলে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিয়ে নেয়। এটাই হচ্ছে জিডি এর সাধারন প্রসেস। আরও জানার ইচ্ছা থাকলে আপনি আমন্ত্রিত।

শেখ আসিবুর রহমান আসিফ
এডভোকেট, ঢাকা জজ কোর্ট
C17, নাহার কমপ্লেক্স
ইসলামী ব্যাংক বিল্ডিং
WhatsApp +880 1715530298

posted by pissisfp