A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

গোলাপ গাছের কাটিং দেখুন এই সময়ে কি পরিচর্যা করবেন সারা বছর ধরে সব তথ্য এই ভিডিওতে।

Follow
Green Friends

#rose_plant_care #big_Rose_garden

গোলাপ ফুল গাছ ভালোবাসি না ছাদ বাগান করি, এটা খুব কম মানুষই আছে। অনেকেই আছে যত্নের কারণে এই কাজ পছন্দ করেন না তবে ভালবাসেন না এরকম কোন মানুষ নেই।

খুব পরিষ্কার করে আলোচনা করা হয়েছে আজ যেমন কিভাবে কাটিং করবেন কখন ফাঙ্গি সাইট দেবেন কি খাবার দিলে কাজ ভালো থাকবে? গাছের ডাল শুকনো হয়ে গেলে কি কি করতে লাগবে আমাদের খুব ভালো করে মন দিয়ে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন আশা করব এই একটা ভিডিও থেকে আপনার বাড়ির গোলাপ গাছ একেবারে ভালো হয়ে যাবে আর কোন চিন্তা আপনার মাথায় থাকবে না।
ভিডিওটি করতে গিয়ে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি বিশেষ করে গোলাপ গাছের বিভিন্ন ভালোমন্দ দিক আমরা তুলেছি যেটা আমরা যারা ছাদে বাগান করি সকলের কাজে লাগবে।

ভালো বাগান করতে গেলে গোলাপ অবশ্যই লাগবে আর খুব কম যত্ন করুন বিশেষ করে গোলাপ গাছের খাবারের দিকে একটু নজর রাখুন কি ধরনের খাবার দিলে বাকিটনাশক ব্যবহার করলে বা ফার্নিচার দিলে ।

যারা প্রচুর পরিমাণে গোলাপ গাছ করে বা শো করে তারা কিন্তু কোন সময় এত পরিষ্কার করে বলবেনা মিলন দা আমাদেরকে কিভাবে হেল্প করছে শুধুমাত্র সবার ছাদে গোলাপ ফোটানোর জন্য।

তাই অসংখ্য ধন্যবাদ সকলকে যারা এই ভিডিওটি দেখলেন ও মিলন দা কে আলাদাভাবে ধন্যবাদ জানাতেই হয় রোজ দুপুর একটায় নতুন ভিডিও থাকে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান করা সম্ভব হবে।

posted by jonlee627l4