Get real, active and permanent YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

এবার স্বামীজী জবাব দিলেন কি বললেন তিনি

Follow
Sri Sibaprosad

সম্প্রতি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের করা উক্তি নিয়ে সমালোচনা করে শিরোনামে চলে এসেছেন ইস্কনের সন্ন্যাসী অমোঘ লীলা দাস। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ইনি তাঁর প্রবচনের মাধ্যমে। কিন্তু সম্প্রতি স্বামী বিবেনানন্দকে নিয়ে করা তাঁর ব্যঙ্গোক্তির জন্য গোটা দেশের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও শেষ পর্যন্ত নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি, আর ইস্কন থেকেও তাঁকে ইতিমধ্যেই করা হয়েছে সাময়িক ব্যান। এ তো গেল খবর! কিন্তু স্বামী বিবেকানন্দের মতের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তা ভুল প্রমাণ করার চেষ্টা কি আদৌ যুক্তিযুক্ত? জেনে নেওয়া যাক, কতটা সঠিক বিশ্লেষণ করেছেন তিনি স্বামীজীর উক্তির।

প্রথমত, 'গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো', বিবেকানন্দের এই উক্তির সমালোচনা করে তিনি বলতে চেয়েছেন, স্বামীজী গীতা পাঠের প্রয়োজন নেই বলেছেন! দ্বিতীয়ত,তিনি স্বামীজীর খাদ্যাভ্যাস সম্পর্কে প্রশ্ন তুলেছেন, আর তৃতীয়ত তার বক্তব্য গীতায় ভগবান বলেছেন যে শ্রীকৃষ্ণ বাদ দিয়ে অন্য দেবদেবীর পুজা করলে অধোগামী হতে হয়। তাই, আসুন, আজকের ভিডিওতে আমরা স্বামীজীর নিজের মুখেই জেনে নিই যে, স্বামীজী আসলে কেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো বলেছেন? তার খাদ্যাভ্যাস বিষয়ে অমোঘলীলা প্রভুর প্রশ্নের উত্তর আমরা স্বামীজীর নিজের মুখেই শুনে নিই,আর স্বামীজীর কাছে জেনে নিই,তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে ঠিক কি বলেছেন। আর ইস্কনের মত প্রতিষ্ঠানের সম্পর্কে তার অভিমত কি ছিল?

#iskcon #amoghlilaprabhu #swamivivekananda

পুর্ববর্তী ভিডিওতে আমি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদজীর বক্তব্য কোট করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্বয়ং প্রভুপাদজী স্বামীজী,ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে কি ভাবতেন, কি বলেছেন, যদি আপনি এখোনও ভিডিওটা না দেখে থাকেন,তবে এখুনি ভিডিওটা দেখার অনুরোধ থাকল,

লিঙ্ক    • ইস্কন ব্যান করল প্রভুপাদজীকে? কেন? অম...  



আজকে আমরা স্বামীজীর মুখে জানব স্বামীজী শ্রীকৃষ্ণ ও ইস্কন সম্পর্কে কি বলেছিলেন?
নমস্কার,আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই,চলুন শুরু করা যাক আজকের ভিডিও।


_____________________
এই চ্যানেলের সব প্লেলিষ্টের লিঙ্ক নীচে দেওয়া হল

গীতামৃত    • গীতামৃত  
শ্রীদুর্গাতত্ত্বম    • শ্রীদুর্গাতত্ত্বম্  
শ্রীচণ্ডীপাঠ (বাংলায়)    • শ্রীচন্ডীপাঠ(বাঙলায়)  
অপপ্রচারের অবসান    • অপপ্রচারের জবাব  
মুর্তিপুজার খুঁটিনাটি    • মুর্তিপুজার কারণ ও প্রমাণ  
পুজাপাঠ    • পুজাপাঠ  
মহাদেব শিব তত্ত্ব    • মহাদেব শিব তত্ত্ব  
ধর্ম ও রিলিজিয়ন    • ধর্ম ও রিলিজিয়ন  
শ্রীকৃষ্ণ তত্ত্ব    • শ্রীকৃষ্ণ তত্ত্ব  
____________
Follow Facebook Page   / srisibaprosad  
Follow Facebook Profile   / sibaprosad.m  
Follow me on Instagram   / sri_sibaprosad  
________________________
নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।


Purohit Sri Sibaprosad Mukhopadhyay

বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।

posted by overuz0