Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

জমির মিউটেশন করার নিয়ম ।। নামজারি।। খারিজ।। নাম কর্তন।। জমা খারিজ।। খাজনা।।

Follow
সহজ আইন

প্রিয় দর্শক,
এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি জমির মিউটেশন করার নিয়ম কি?
সকল জমির মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যলয়ের একসেস টু ইনফরমেশন (a2i) প্রোগ্রাম ও ভূমি সংক্ষার বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে পৌঁছে দেওয়ার লক্ষে সকল উপজেলা ভূমি অফিসে ইনামজারি চালু করা হয়েছে। খুব সহজে প্রয়োজনীয় কাগজপত্রাদি আপলোড করে অনলাইনে ইনামজারি (eMutation) বা জমি খারিজের আবেদন করা সম্ভব।
ইনামজারি (eMutation) করার জন্য কি কি কাগজপত্র আপলোড করতে হবে?
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ১ কপি
২. জাতীয় পরিচয়পত্র/ নাগরিক সনদ/ পাসপোর্ট এর ফটোকপি
৩. হাল সনের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলা
৪. সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান
৫. দলিল মূলে মালিক হলে – সাব কাবলা/হেবা/বন্টননামা – দলিলের ফটোকপি
৬. ওয়ারিশ মূলে মালিক হলে – ওয়ারিশ সনদ
৭. আদালতের রায়/ ডিক্রি হলে, রায়/ডিক্রির কপি (রেকর্ডীয় মালিকের মাধ্যম ব্যতিত)
উপরোক্ত নথিপত্র অনলাইনে আবেদন করার আগেই স্ক্যান করে নিতে হবে।
স্ক্যান কপি সংযুক্তি সম্পর্কিত নির্দেশবলী
১। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির ক্ষেত্রে স্ক্যান ফাইলটি অবশ্যই jpg, png অথবা pdf ফরমেটে হতে হবে । অন্য কোন ফরমেটে হলে ফাইলটি আপলোড করা যাবেনা ।
২। স্ক্যান ফাইলটির সাইজ অবশ্যই ২৫ মেগাবাইটের (MB) এর মধ্যে হতে হবে ।
৩। ফাইল সাইজ ২৫ মেগাবাইটের বেশি হলে https://www.pdf2go.com/resizepdf অথাবা https://www.sejda.com/compresspdf অথবা এধরনের যেকোন অনলাইন টুল ব্যবহার করে pdf ফাইল সাইজ অনেক কমিয়ে আনা যায় ।
৪। স্ক্যান ফাইলটি আপলোড হওয়ার পর তা কি ধরনের ফাইল (দলিল/খতিয়ান/ওয়ারিশ সনদ) তা ড্রপডাউন হতে সিলেক্ট করে দিতে হবে ।

Contact Information:

Phone 01671043256
Email [email protected]
Facebook Page   / advocateamirhamza.lemon  
Instagarm   / advocatelemon  
⚫Twitter   / advocatelemon  


#সহজ_আইন #নামজারি #খারিজ #মিউটেশন

posted by Babborobw