Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘের উদ্যোগে হা ডু ডু খেলা

Follow
ANAWER HOSEN

মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘের উদ্যোগে হা ডু ডু খেলায় হানাইন ফরাজির দল বিজয় লাভ:

মোঃ আনোয়ার হোসেন
ভোলা জেলা প্রতিনিধি //


ভোলা সদর উপজেলার পুর্ব বাপ্তা দাখিল মাদ্রাসা মাঠে হা ডু ডু খেলার আয়োজন করেন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘ
১১ অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পুর্ব বাপ্তা, ধনিয়া চেউয়াখালী মোস্তফা চেয়ারম্যান হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির জনাব কামরুল হাসান লাভু হাওলাদার বক্তব্যে বলেন।
সমাজ থেকে মাদক মুক্ত রাখতে যুব সমাজ কে পড়াশোনার পাশাপাশি খেলাদুলার প্রতি মোনোযোগ আর্কষণ বাড়াতে হবে।
তাহলে আমাদের সমাজ মাদক মুক্ত হবে, দেশ ও জাতি গঠনে আমাদের এই নতুন প্রজন্ম নেতৃত্ব আসলে দেশটা ভালো থাকবে। তাই খেলাদুলার ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন আমাদের সকলকে মাদক ও অন্যয়ের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান ফরাজির তার বক্তব্যে বলেন মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘ ২০২০ সাল থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করার পাশাপাশি, দুস্ত অসহায় হতদরিদ্র পরিবারের জন্য বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছে।

বিশেষ করে যুব সমাজকে নতুন ভাবে সাজাতে সমাজের তরুন প্রজন্মেকে পড়াশোনার পাশাপাশি খেলা দুলার মাঝে যুক্ত রেখে মাদক থেকে মুক্ত রাখতে বিভিন্ন সময়ে আমরা সামাজিক সংগঠনের মাধ্যমে ভালো কাজের উদ্যাগ গ্রাহন করে থাকার কারনে
অপসাংস্কৃতির ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সংগঠন কাজ করে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মোঃ অহিদুল্লাহ খান, মাওলানা মোঃ আবুল কাশেম, মাওলানা মোঃ অহিদুজ্জামান আনসারী মজির উদ্দিন তালুকদার, রুহুল আমিন হাওলাদার, অলিউল্লাহ মুন্সি, আবুল কাশেম ব্যাপারী, ইসহাক ফরাজি, মোঃ শাওন সহকারী শিক্ষক, শফিউল্লাহ খা, মোঃ বিল্লাল চকিদার সহ আরো অনেকে।

মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেফারির দায়িত্ব পালন করেন মোঃ শাহাজল সাজি ও মোঃ হানিফ খা
মাঠে দুটি দল খেলায় অংশগ্রহণ করেন

গ্রুপ এ দলের কোচ হাসনাইন ফরাজি বলেন আমি চমৎকার একটি খেলা উপভোগ করছি, এমনকি ভবিষ্যতে এ ধরনে খেলা আয়োজন হলে মানুষ আনন্দ পাবে পাশা পাশি সবাই মিলে একত্রিত হয়ে ভালো কাজ করব তাহলে আমাদের গ্রাম সুন্দর থাকবে।

গ্রুপ বি দলের কোচ মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মোঃ জহির তালুকদার বলেন আমরা হারিয়ে যাওয়া দিনগুলোর দিকে যুব সমাজকে নতুন ভাবে ধাবিত করতে চাচ্ছি এর মাধ্যমে মাদক থেকে দূরে থাকবে তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ আমরা উভয়ে ভালো থাকব বলে মনে করি।

অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য মােঃ রাসেল ফরাজির বক্তব্যে বলেন আমার ভালো কাজের সাথে সবসময়ই আছি ভালো কাজ করারা মাধ্যমে আমাদের গ্রামের পরিবেশটা সুন্দর রাখতে চাই।
কমিটির সদস্য মোঃরাকিব তালুকদার, মোঃকামরুল তালুকদার উভয়ের বক্তব্যে বলেন আমরা অক্লান্ত পরিশ্রম করছি সফলতার সাথে যেনো খালাটি সাধারণ দর্শকদের উপহার দিতে পারি।

চমৎকার একটি খেলা উপহাড় দিয়েছে উভয় দলের মোট ১৪ জন খেলোয়ার তারা হলেন মোঃহাসনাইন সাজি,, মোঃহাসনাইন খা
মোঃরফিক মাল, মোঃমাকসুদ খা,মোঃ হাবিব মেনাজি,মোঃ বশির পাটওয়ারী, মোঃসালে আহমেদ মোল্লাহ
মোঃজসিম তালুকদার, মোঃসাদেক হাং,মোঃসুফিয়ান ফরাজি, মোঃ আবুল খায়ের খা, মোঃ নুরুদ্দিন খা, মোঃজসিম ফরাজি, অলিউল্লাহ ফরাজি
সুশৃঙ্খল ভাবে খেলাকে উপহাড় দেওয়ার জন্য মাঠে সেচ্ছাসেবদের দায়িত্ব পালন করেন মোঃরুবেল মাস্টার, মোঃ রুবেল সৈয়াল, মোঃ রিয়াজ সৈয়াল,মোঃ সুজন মোল্লা,মোঃফাহাদ ফরাজি,মোঃ রাশেদ ফরাজি, হৃদয় সৈয়াল, মোঃহাবিব ফরাজি, নাফিজ মাল,রাকিব চকিদার সহ প্রমূখ।
পরে উভয় দলের খেলোয়ারদের হাতে পুরুষ্কার তুলেদেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন।

posted by sandrisingjy