A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Amar Ontoray Amar Kolijay || IPDC আমাদের গান || Nadia Dora

Follow
IPDC আমাদের গান

'আমার অন্তরায় আমার কলিজায়'

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডএর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা। দুর্বিন শাহ (জন্ম: ২ নভেম্বর, ১৯২০ মৃত্যু: ১৫ ফেব্রুয়ারি, ১৯৭৭) ছাতকের সুরমা নদীর উত্তর পারে নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন। পিতামাতা উভয়ই সঙ্গীতজ্ঞ ছিলেন বলে সঙ্গীতচর্চার একটি পারিবারিক ঐতিহ্যেই তিনি বেড়ে উঠেছেন। তিনি বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। তাঁর অধিকাংশ গানে সুফি ও মরমিবাদ যথেষ্টভাবে ফুটে উঠলেও এসবের বাইরে ভিন্ন মেজাজের অসংখ্য গান লিখেছেন। বাউল, বিচ্ছেদ, আঞ্চলিক, গণসংগীত, মালজোড়া, জারি, সারি, ভাটিয়ালি, গোষ্ঠ, মিলন, রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী, হামদনাত, মারফতি, পিরমুর্শিদ স্মরণ, আল্লাহ্‌ স্মরণ, নবি স্মরণ, ওলি স্মরণ, ভক্তিগীতি, মনঃশিক্ষা, সুফিতত্ত্ব, দেহতত্ত্ব, কামতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, পারঘাটাতত্ত্ব, দেশের গান ইত্যাদি ক্ষেত্রে তাঁর পারদর্শিতা নজর কাড়ে।
'আমার অন্তরায় আমার কলিজায়' গানটিতে গীতিকার সুললিত সুরের মাধ্যমে জীবনের বিরহ ও বিচ্ছেদের গল্পকে শ্রুতিমধুর রূপে চিত্রায়ন করেছেন।
আমাদের এবারের পরিবেশনা দুর্বিন শাহ্‌এর জনপ্রিয় গাঃ আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায়
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল


এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

চিত্রগ্রহণ ও সম্পাদনাঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ

ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
ঢোলকঃ মিলন ভট্টাচার্য
বাংলা ঢোলঃ নয়ন
ওয়েস্টার্ন পারকেশনঃ উজ্জ্বল
ইস্টার্ন পারকেশনঃ আলম
ড্রামসঃ আশিক
বেইজঃ তানিম
একোস্টিক গীটার: রিয়েল
ইলেকট্রিক গীটারঃ রোমান
ব্যানজোঃ পাভেল
ট্রাম্পেটঃ কাবিল
কিবোর্ড ০১ঃ মীর মাসুম
কিবোর্ড ০২ঃ সামিত
বাঁশিঃ জালাল
কোরাসঃ পিউ, নাশা

posted by phoniegopaignz7