Secret sauce that brings YouTube followers, views, likes
Get Free YouTube Subscribers, Views and Likes

ব্যাংক চেক নেওয়ার সময় করণীয় সতর্ক না থাকলে হয়ে যেতে পারেন নিঃস্ব || Bank Cheque || Law in 5 Minutes

Follow
Law in 5 Minutes

ব্যাংক চেক নেওয়ার সময় সতর্কতা।
কারো থেকে ব্যাংক চেক গ্রহণের সময় কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যাংক চেক গ্রহণের সময় যে সকল সতর্কতা অবলম্বন না করলে ঐ ব্যাংক চেকটি দিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে।

১. কারো থেকে চেক গ্রহণের সময় সম্ভব হলে তারিখের ঘর ফাঁকা রাখবেন।

২. pay to বাহকের নামের ঘরে চেক দাতার দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্রের মতো করে নামটা লিখিয়ে নিবেন।

৩. pay to এর ঘরে ক্যাশ অথবা নিজ লিখা চেক হলে ঐ চেক দিয়ে টাকা তুলতে পারবেন না। তাই আপনার নাম লিখে নিবেন।

৪. টাকার পরিমাণ অংকে এবং কথায় লিখে নিবেন।

৫. যিনি চেকটি দিচ্ছেন তিনিই চেকটি প্রকৃত মালিক কি না যাছাই করে নিবেন।

৬. চেকটি ডিজিটাল কি না অবশ্যই দেখে নিবেন।

৭. চেক দাতার স্বাক্ষর আপনার সামনেই করিয়ে নিবেন এবং চেকের অপর পিঠেও প্রয়োজনে ২ টা স্বাক্ষর করতে বলবেন।
৮. চেকটি জাল কিনা ঐ ব্যাংকের নিকটস্থ শাখা থেকে যাছাই করে নিবেন।

এগুলো না করলে সমস্যার সম্মুখীন হতে পারেন।তাই পূর্বেই এসব বিষয়ে সতর্ক থাকবেন।


বর্তমান সময়ের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় ইউটিউব এখন সকলের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। ইউটিউবে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষামূলক ভিডিও পাওয়া গেলেও আইন শিক্ষা এবং আইন সচেতনতায় ভালো এবং সহজে আইনী ব্যাখ্যা প্রদান করার মত তেমন ভিডিও লক্ষ্য করা যায়না । তাই এই বাস্তবতা কে সামনে রেখে Law in 5 Minutes এর পথ চলা।
এই চ্যানেলে জন সাধারণের আইনী সচেতনতার লক্ষ্য সমসাময়িক বিষয়ের উপর সহজ ভাষায় বিভিন্ন আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করা হয়।

আপনাদের সকলের নিকট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের ও আইন জানা ও আইন সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন।।।।


#ব্যাংক_চেক
#Bank_cheque
#Law_in_5_Minutes
#ল_ইন_ফাইভ_মিনিট


Related keywords:

Bank cheque, cheque Dishonor, cheque, ব্যাংক চেক গ্রহণ, ব্যাংক চেক নেওয়ার সতর্কতা, ব্যাংক চেক নেওয়া, চেক, চেক ডিজনার, চেকের মামলা, চেক গ্রহন,চেক গ্রহণের সতর্কতা, চেক নেওয়ার নিয়ম।

SOCIAL MEDIA:

Follow our Facebook page   / lawin5minutes  

Join our Facebook group  / lawin.  .

Facebook ID: Hasanur Rahman:   / hasanurrahman51  

posted by amadecz