Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

বেলপাহাড়ী ট্যুর গাইড | Belpahari Travel Guide |Belpahari Tourist Spot| Belpahari Jhargram Tour Guide

Follow
Lets Go With Soumalya

#belpahari #soumalya #letsgowithsoumalya

বেলপাহাড়ী ট্যুর গাইড | Belpahari Travel Guide |Belpahari Tourist Spot| Belpahari Jhargram Tour Guide

এই ভিডিওটা সর্বাঙ্গিক সুন্দর বানানোর জন্য বিধান দেবনাথ স্যারের কাছে চির কৃতজ্ঞ।

বেলপাহাড়ী ভ্রমণ (কলমে বিধান দেবনাথ 8945876719)

কোন কোন জায়গায় যাবেন:
১. লালজল গুহা
২. ময়ূর ঝর্ণা
৩. কাঁকড়াঝোর
৪. কেটকি ঝর্ণা
৫. ঢাঙ্গিকুসুম হুদহুদী (নাম মোটেই ডুঙরি ফলস নয়) জলপ্রপাত
৬. গাররাসিনি পাহাড়
৭.খান্দারানী জলাধার
৮. তারাফেনী ড্যাম
৯. ঘাগরা জলপ্রপাত।

প্লান:

সকাল ৯ ১০ টার মধ্যে বেলপাহাড়ী পৌঁছতে পারলে ভালো হয়। মোটামুটি সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা।এক্ষেত্রে দুই পার্টে আপনার ভ্রমণ ভাগ করে নিন। প্রথম পার্ট লাঞ্চ এর আগে।দ্বিতীয় পার্ট লাঞ্চ এর পরে। উপরের লিস্ট থেকে ১ ৫ নং(লালজল,ময়ূর ঝর্ণা,কাঁকড়া ঝোর, কেটকি ঝর্ণা ও হুদহুদী জলপ্রপাত) পর্যন্ত লাঞ্চ এর আগে। ৬৯ ( গাররাসিনি, খান্দারানী, তারাফেনী ড্যাম ও ঘাগরা)লাঞ্চ এর পরে। এই দু পার্টে ভাগ করে নিম্নলিখিত পথ বরাবর যাত্রা করলে আপনাকে একই পথে বার বার ঘুরপাক খেতে হবে না।

. প্রসঙ্গত বলে রাখা ভালো, উপরের বহুল পরিচিত জায়গাগুলো ছাড়াও রয়েছে:
ক) মাকুরভুলাচাতরা জলপ্রপাত (বেলপাহাড়ী র দীর্ঘতম জলপ্রপাত)
খ) পবন পাহাড় (চিতি পাহাড়//বালি চুয়া)
গ) হাঁসা ডুঙরি (শ্বেত পাথরের পাহাড়/কেন্দা পাড়া)
ঘ) গজপাথর/তুলসিবনী সরোবর
ঙ) কানাইসর পাহাড়
চ) গজ ডুঙরি
ছ) চাতন ডু ঙ রি আদিম মানুষের গুহা ও সানসেট ভিউ পয়েন্ট
জ) গাঢ়পাহাড় এর লাট্টু পাহাড় ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট
ঝ) বিচিত্রপাহাড় বা খুন ডু ঙ রি ( কাঁটটারা গ্রামে)
ঞ ) কাঁকরি ঝর্ণা ডাকাই ভ্যালি।
ট) লকাইসিনি পাহাড় ভিউ পয়েন্ট
ইত্যাদি

ঘুরতে আসার আদর্শ সময়:

বছরের যেকোন সময় ই আপনি আসতে পারেন। ঋতুরাজ বসন্ত যতই হোক না কেন ,বেলপাহাড়ী তে ঋতুরাজ কিন্তু বর্ষা।


কোথায় থাকবেন:

বেলপাহাড়ী

১.অতিথি নিবাস  8918100092
২.বেলপাহাড়ী গেস্ট হাউস :8972999926
৩.লাল পিঁপড়ে ফ্যামিলি গেস্ট হাউস:7501644788
৪.বিজলি ভবন:9679632431
৫.বাগান বাড়ি :7547928202
৬.রাজ হোম স্টে :8972918589
৭.তিতলি হোম স্টে :9647297283
৮. অরণ্য গেস্ট হাউস :9647275553
৯.পবিত্রা হোম স্টে(আগুইবিল):6295231416
১০.উমুল হোম স্টে(ঘাগরা):9432960613
১১.হুদ হুদি হোম স্টে(ঢা ঙ্গি কুসুম):8768296140

কাঁকড়া ঝোর:
১২ মাহাত হোম স্টে :8709834385
১৩ কাঁকড়া ঝোর হোম স্টে:8101450072
১৪ শাল বাড়ি রিসোর্ট:9804285815
১৫. চার মূর্তি হোম স্টে:9836830342
১৬.ই কো ট্যুরিজম হোম স্টে:9433094054
১৭.কাঁকড়া ঝোর গেস্ট হাউস:9002061784


বেলপাহাড়ী তে কোথায় খাবেন:

১.কাঁচা লঙ্কা ফ্যামিলি রেস্টুরেন্ট :8900263690/8918100092
২.হোটেল অভিনন্দন :9083497228
৩. খেয়াতরী হিন্দু হোটেল:9932346207
৪.তৃপ্তি হোটেল :8670342088
৫.হালদার হোটেল:9733759525
৬. বাবা ভৈরব রেস্টুরেন্ট (কাঁকড়া ঝোর):8101450072
৭.মনির রান্না ঘর (আগুইবিল):7866959141
৮.দেবু দা র 'জলযোগ' (আগুইবিল):8967784611
৯. জামাই এর হোটেল (চিড়া কুটি):8145318720
১০.হোটেল লালজি  ( মুড়ান শোল):8001580039

বিশেষ কিছু কথা:

১. বেলপাহাড়ী পর্যটনে এলে অবশ্যই আগে থেকে লাঞ্চ বা ডিনার অর্ডার দিয়ে রাখবেন। নইলে খাবার সব সময় পাওয়া নাও যেতে পারে।লাঞ্চ এর জন্যে অর্ডার দেওয়ার আদর্শ সময় সকাল ১০ টার মধ্যে। ডিনার এর জন্যে সন্ধ্যার আগেই অর্ডার দিয়ে রাখলে ভালো।

২. বেলপাহাড়ী তে বিশাল বড় লাক্সারি  হোটেল বা রিসোর্ট নেই। যে গুলো আছে ,সব গুলোই 'হোম স্টে'।সকল হোম স্টে তে যে এ.সি , এটাচ ল্যাট্রিন টয়লেট,গিজার্ড, টিভি ইত্যাদি  পাবেন ,তার নিশ্চয়তা নেই।

৩. এখানে ডাবল বেড এর নন এ.সি রুম এর ভাড়া মোটামুটি ১০০০১২০০ টাকা। এ.সি রুমের ভাড়া মোটা মুটি ১৫০০১৮০০।

৪. কাঁকড়াঝোরে যে সকল হোম স্টে আছে ,সেখানে বেশির ভাগ হোম স্টে তে প্রতি দিন থাকা ও খাওয়া হিসাবে জন প্রতি মোটামুটি ১৩০০ ১৫০০ টাকা খরচ পরে।

৫. বেলপাহাড়ী কে কেন্দ্র করে আপনি ঝিলিমিলি,মুকুট মনিপুর,দুয়ারসিনীভালো পাহাড়, ঘাটসিলা , ঝাড়গ্রাম ঘুরে দেখে নিতে পারেন। সব জায়গায় দূরত্ব বেলপাহাড়ী থেকে ৪০৫৫ কিমি এর মধ্যেই। এমন কি অযোধ্যা পাহাড় এখান থেকে ১১৭ কিমি।

৬. এখান কার বহু পর্যটন স্থানে যেতে গেলে বাইক কিংবা একটু উঁচু চাকার গাড়ি হলে বাড়তি সুবিধা পাবেন।

৭. বেলপাহাড়ী বিডিও অফিস এর 'তারাফেনী কটেজ' ও 'পঞ্চায়েত সমিতি এর গেস্ট হাউস' কোভিভ এর কারণে বন্ধ আছে। এমনকি ফরেস্ট অফিসের 'জংগল ক্যাম্প ' ও বন্ধ আছে।

৮. বেলপাহাড়ী তে তেমন কোনো গাইড পাওয়া যায় না। বিশেষ প্রয়োজনে গাইড দরকার হলে যোগাযোগ করতে পারেন
ক) মি সৌরভ দাস 9800893370
খ) মি দীপক দে 8509307266
গ) মি.সঞ্জিত কর্মকার 8167496041

৯.  রেস্টুরেন্ট বা খাওয়ার হোটেলে  ল্যাট্রিন /টয়লেট নাও পাওয়া যেতে পারে।

belpahari,belpahari tourist spot,belpahari hotel,belpahari picnic spot,belpahari pahar puja,belpahari pahar,belpahari jhargram tour,belpahari bike tour,belpahari homestay,ghatsila,ghatsila tourist spot,jhilimili,gadrasini belpahari,gadrasini hill,ketki lake,ketki jharna,kankrajhor,maur jharra,chakadoba,laljal cave,laljal pahar,khandarani,khandarani dam,dhangikusum belpahari,dhangikusum,ghagra waterfall,tarafeni river,kanchalanka,lets go,soumalya,let'sgo


Belpahari Travel Guide
Belpahari Jhargram
Belpahari Tourist Spot
Belpahari sight Seeing
Paharpuja Belpahari
Dhangikusum Belpahari
Ketki Jharna Belpahari
Kakrajhore Belpahari
Maur Jharna
Ghatsila
Jhilimili
Chakadona Belpahari
laljal Cave
laljal pahar Belpahari
বেলপাহাড়ী

posted by Jesusf