Rock YouTube channel with real views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Bondhu Bine Pran Bache Na || IPDC আমাদের গান || Nobonita Chowdhury

Follow
IPDC আমাদের গান

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডএর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।

রাধারমণ দত্ত (১৮৩৪ ১৯১৫) একজন বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈষ্ণব বাউল, ধামালি নৃত্যএর প্রবর্তক। সংগীতানুরাগীদের কাছে তিনি রাধারমণ বলেই অধিক পরিচিত। বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তাঁর রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙালিদের কাছে পরম আদরের ধন। রাধা রমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কৃষ্ণ বিরহের আকুতি আর নাপাওয়ার ব্যথা কিংবা সব পেয়েও নাপাওয়ার কষ্ট তাঁকে সাধকে পরিণত করেছে। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন।

আমাদের এবারের পরিবেশনা কবি রাধারমণ দত্তএর শ্রোতাপ্রিয় গান ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ ।

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
কথা ও সুরঃ রাধারমণ দত্ত
কণ্ঠঃ নবনীতা চৌধুরী

সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল

চিত্রগ্রহণঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ

• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
• তবলাঃ মিলন ভট্টাচার্য
• বাংলা ঢোলঃ নয়ন
• পারকেশনঃ উজ্জ্বল
• খঞ্জনিঃ আলম
• ড্রামসঃ ডানো
• বাঁশিঃ জালাল
• বেইজঃ তানিম
• ইলেকট্রিক গিটারঃ জোহান
• নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
• কিবোর্ডঃ মীর মাসুম
• পিয়ানোঃ সামিত
• হারমোনিয়ামঃ মাখন
• ট্রাম্পেটঃ কাবিল
• দোতরাঃ মন
• কোরাসঃ মন, নাশা, পিউ

#IPDC #BondhuBinePranBacheNa #IPDCআমাদেরগান

posted by phoniegopaignz7