Rock YouTube channel with real views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Bonobibi Forest Resort | বনবিবি ফরেস্ট রিসোর্ট 🌿 সুন্দরবনের সেরা ইকো রিসোর্ট | মংলা বাগেরহাট

Follow
BISKUT PAGLA

Bonobibi Forest Resort | বনবিবি ফরেস্ট রিসোর্ট সুন্দরবনের সেরা ইকো রিসোর্ট | মংলা, বাগেরহাট
#Sundarban
#BonobibiResort
#SundarbanResort
‪@BISKUTPAGLA‬
ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি চলে যেতে চান বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেসে একদম প্রকৃতি মাঝে থাকতে তবে আপনার জন্যেই আমাদের আজকের এই ভ্লগটি।

বনবিবি ফরেস্ট রিসোর্ট, সুন্দরবন
ফোন নাম্বারঃ +8801886463232

ঢাকা মিরপুর হতে কাটাখালি এনা ইকো ক্লাস হুন্দাই বাস ভাড়া ৯০০ টাকা, রবি এক্সপ্রেস আব্দুল্লাহপুর হতে ১০০০ টাকা।

কাটাখালি টু মংলা মাহেন্দ্র ড্রাইভার
সোহেল ভাইঃ 01981940203
ভাড়াঃ ৫০০৭০০ টাকা ৫৭ জন আরামের বসা যায়।

দেখতে পারেন সুন্দরবন নিয়ে অন্য ভ্লগ সমূহঃ
বাদাবন ইকো কটেজ
   • বাদাবন ইকো কটেজ । Badaban Eco Cottage...  

অপারেশন সুন্দরবন
   • সুন্দরবন ভ্রমণ। Sundarban  vlog । Sun...  

বনবিবি ফরেস্ট রিসোর্ট সুন্দরবনের বানিয়াশান্তা ইউনিয়নের ঢাংমারিতে অবস্থিত।

বর্তমানে এই রিসোর্টে আছে ২টি প্রমিয়াম কাপল ভিলা, ২টি প্রিমিয়াম কটেজ ও ১টি ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা রয়েছে৷ রয়েছে ১টি রেস্টুরেন্ট ও ১টি লাইব্রেরী৷

১টি ডরমেটরী ও ১টি ফ্যামিলি ভিলার কাজ রয়েছে চলমান।

কাপল কটেজ ও ভিলা গুলোতে ২ থেকে ৩ জন, ফ্যামিলি কটেজগুলোতে ৪ থেকে ৬ জন, ডরমেটরীতে ৮১০ জন থাকা যায়।

ম্যানগ্রোভ বনের কোল ঘেষেই এই রিসোর্ট তাই চারপাশেই লবনাক্ত পানির জলার বন। এই অঞ্চলে মিঠা পানি ব্যবহারে তাই থাকা উচিত কিছুটা সচেতন।

এই সুন্দরবনে নাম আসলেই চলে আসে দুটো নাম, আধ্যাত্মিক কালু গাজী ও বনবিবি। সুন্দরবনের মানুষ জানায় তারা কালু গাজীকে সাধক ও দরবেশ মনে করে এবং দাবী করে যে তিনি বনে হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখিয়ে লোকালয়ে নিয়ে আসতেন, বাঘের মুখ থেকে বাঁচাতেন, বন্য শুকরের কবল থেকে উদ্ধার করতেন। তারা এটাও বলে, তাকে চাইলেই দেখা যায় না, তার ঘর বাড়ী কেউ দেখেনি তবে বিপদে পড়া মানুষকে তিনি উদ্ধার করতেন।

কালু গাজীকে সুন্দরবন এর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় বিশ্বাস করে ও মেনে চলে। কালু গাজীর মতন হিন্দু সম্প্রদায় আরেকজনের পূজা করেন তিনি বন বিবি।

বনবিবি হলেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী, মধুসংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী তথা পিরানি। ভারত ও বাংলাদেশ উভয় দেশের সুন্দরবন অঞ্চলেই হিন্দুমুসলমান নির্বিশেষে বাঘের হাত থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করেন।

সুন্দরবনে রাত গুলো ভয়ংকর সুন্দর। সামনে নদী, নদীর অপর পাশেই গভীর সুন্দরবন। গোলপাতায় ঘেরা রিসোর্ট আকাশে ধীরে ধীরে উদয় হওয়া চাঁদ আর তার মাতাল করা জোছনা আর ঠান্ডা লিলুয়া বাতাস। ইট পাথরের শহরের মানুষ আমরা, এই প্রকৃতিই আমাদের জানান দেয় জীবন আসলেই সুন্দর। শুধুই তাকে খুজে ফিরতে হয়। এবার অপেক্ষা সকাল হবার।

বনের পাখির কিচিরমিচির শব্দেই উঠে পড়তাম আমরা। নদীতে এখন ভাটা চলে, তাই পানির স্তর নেমে গেছে অনেক নিচে। ভাল করে খেয়াল করলেই এক আধটা হরিন বা বানর কেও ভেতরের খাল পার হতে দেখতে পারবেন। আর যাইহোক, বনবিবি ফরেস্ট রিসোর্টে আসলে ভোর হওয়াটা মিস করবেন না।

এই বনবিবি ফরেস্ট রিসোর্টে একোমডেশন অনুযায়ী পার ডে প্যাকেজ ৩৬০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত রয়েছে। এর মধ্যে রিসোর্টে রুম, খাবার, পিক এন্ড ড্রপ সার্ভিস, ক্যানেল ক্রুজিং এবং করমজল ভ্রমন ইনক্লুডেড।

প্যাকেজ ছাড়া শুধু একোমডেশনের ক্ষেত্রে প্রিমিয়াম কাপল কটেজ ৫৫০০ টাকা, প্রিমিয়াম কাপল ভিলা ৭৫০০ টাকা, ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা ৮৫০০ টাকা, ফ্যামিলি ভিলা ৬৫০০ টাকা, ডরমেটরি পার পার্সন ১৫০০ টাকা।

দেশবাসী, ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে ইচ্ছে ঘুরতে যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ। সময় পেলেই বেড়িয়ে পড়ুন। ঘুরতে থাকুন জানতে থাকুন জানাতে থাকুন। কিপ রোমিং

posted by cozboy549g2