Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

এক প্লেট চিকেন বিরিয়ানি মাত্র ৩০ টাকা

Follow
Amar Bikrampur

চাল, ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেখানে উর্ধ্বমুখী তখন মাত্র ৩০ টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করে এলাকায় রীতিমত হইচই ফেলে দিয়েছেন মুন্সিগঞ্জ সদরের মিরেশ্বরাই এলাকার রুবেল ও তার বন্ধু। তাজ্জব লাগলেও এটাই সত্যি। এই বিরিয়ানির চাহিদা এখন তুঙ্গে। একসময় অন্য পেশায় থাকলেও নিতান্তই পেটের তাগিদে এই পেশায় এসেছেন তারা।

বর্তমান বাজারে বাংলাদেশের আর কোথাও ৩০ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া সহজ ব্যাপার নয়। ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন জায়গায় ৫০ টাকা থেকে শুরু করে নানাদামে বিরিয়ানি পাওয়া গেলেও ৩০ টাকায় বিরিয়ানি বর্তমান সময়ে এটাই একমাত্র বলে মনে করেন অনেকেই। জন্মদিন, বিয়ে, গায়ে হলুদসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানেও সস্তায় এই বিরিয়ানি ডেলিভারি দিয়ে থাকেন তারা। আগে এখানে ১ টাকায় সিঙারা পুরিও বিক্রি করা হতো।

৩০ টাকার চিকেন বিরিয়ানি খেতে দুর দুরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন খাদ্যরসিকরা।

মূলত স্থানীয় শ্রমিকদের জন্য ১ সপ্তাহ আগে ৩০ টাকায় বিরিয়ানি বিক্রি শুরু করেন দুই বন্ধু। পরে সেটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে শখের বসে এই বিরিয়ানির স্বাদ নিতে আসছেন অনেকেই।

প্রতি প্লেট বিরিয়ানির সাথে ৩৪ পিছ মুরগীর মাংস, এক পিস লেবু, এক পিস কাচা মরিচ ও পরিমাণমত শসা থাকে। যা নিঃসন্দেহে একজনের একবেলার খাবার উপযোগী।

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে এই বিরিয়ানির দোকান। প্রতিদিন বিক্রিও হয় ভালো। দুই ডেগ বিরিয়ানি বিক্রি করতে পারলে সামান্য কিছু লাভ হয় বলে জানালেন বিক্রেতা।

posted by hughmjackman4s