Get YouTube subscribers that watch and like your videos
Get Free YouTube Subscribers, Views and Likes

চন্দ্রমহল ইকো পার্ক ।। বাগেরহাট জেলার দর্শনীয় স্থান ।। Chandra Mahal Eco Park || Sadik Arian

Follow
Sadik Gaming YT

চন্দ্রমহল বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলার একটি ইকো পার্ক।[১] এটি একটি বিনোদন পার্ক হিসেবে ব্যবহৃত হয়। রনজিতপুর গ্রামে সৈয়দ আমানুল হুদা ৩৫ একর জমির ওপর গড়ে তুলছেন চন্দ্রমহল নামে একটি নয়নাভিরাম ইকো পার্ক। সৈয়দ আমানুল হুদা চন্দ্রমহল'র নির্মাণকাজ শুরু করেন (২০০১)। তিনি ছিলেন নৌ বাহিনীর একজন কর্মকর্তা এবং তাঁর স্ত্রী চন্দ্রের নামে ভবনটির নামকরণ করেন ‘চন্দ্রমহল ইকোপার্ক'। এটি দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয় (২০০৯)। বর্তমানে এটি পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

~ Chondromohol Eco Park Bagerhat|চন্দ্রমহল ইকো পার্ক|বাগেরহাট


****************************************

বাহ! অপূর্ব। এই শব্দ দুটোই বের হয়ে আসবে সবার প্রথমে যখন খুব সাধারন,অনাড়ম্বর গেট অতিক্রম করে চন্দ্র মহল ইকো পার্কের ভিতরে প্রবেশ করবেন । পীর আওলীয়ার নগরী বাগেরহাট এর রণজিতপুর এলাকায় চন্দ্র মহল ইকো পার্কটি অবস্থিত। মংলা থেকে প্রায় ১.৫ (দেড়) ঘন্টার রাস্তা। আবার ঢাকামংলা বাস এ করেও সরাসরি আসা যায় এই ইকো পার্ক এ। হাইওয়েতেই বিশাল বড় করে লেখা স্বাগতম চন্দ্র মহল ইকো পার্ক। এখান থেকে ভিতরে আরো ১.৫ কিলো পথ। প্রবেশের রাস্তা তুলনামুলকভাবে ওতোটা ভালো না। বৃষ্টির জন্যে অনেক খানাখন্দ হয়েছে।
এতদূর আসা বৃথা আপনার বৃথা যাবে না। ভিতরে প্রবেশ করে আপনি হতবিহবল হয়ে যাবেন। এত সুন্দর!! যতই সামনে যাবেন ততই মুগ্ধ হবেন। বাংলাদেশের সংস্কৃতি থেকে শুরু করে বাগেরহাট খুলনার দর্শনীয় স্থান, মসজিদ এর রেপ্লিকা সাজানো আছে এখানে। রয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের জীবনবৃত্তান্তের স্লেট, রয়েছে বিশেষ ব্যক্তিত্বদের রেপ্লিকা। বাচ্চাদের জন্যে ভিতরে রয়েছে চিল্ড্রেন’স পার্ক আর্ট গ্যালারী মিউজিয়াম, রয়েছে সুন্দর ছোট্ট একটি চিড়িয়াখানা, বেশ ছিমছাম পরিবেশ। ভিতরে তিনটি বিদেশি প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর রয়েছে, রাতের বেলা কোন অযাচিত ব্যক্তি ভিতরে পা ফেলার সাহস করে না এদের জন্যে। হাঁটতে হাঁটতে যতই ভিতরের দিকে যাবেন, ততই মুগ্ধ হবেন। এখানে একটি চমৎকার পিকনিক স্পট রয়েছে। পর্যটকরা দলবল নিয়ে এখানে পিকনিক করতে পারেন। পিকনিক স্পটের পরেই রয়েছ দুর্দান্ত একটি নারিকেল বাগান। নারিকেল বাগানের পরেই ছোট ছোট পুকুর এর মতো জলাধার রয়েছে বেশ কয়েকটি। চন্দ্রমহলকে ঘিরে তৈরি করা হয়েছে পরিখা। সেই প্রাচীনযুগের রাজমহলগুলোর মত চন্দ্র মহলের পরিখা করা। ভিতরে কারুকাজ করা বিছানা, বিভিন্ন দেশের ডাকটিকিট, মুদ্রা, প্রাচীন কলের গানসহ দোতালার উপরের সিলিং থেকে ঝুলন্ত কারুকাজকৃত ঝাড় দেখে অবিভূত না হয়ে পারবেন না।
এখানে আর একটি আকর্ষনীয় জিনিস হল পানির নিচের সুরঙ্গ পথ। ছোট ছোট গ্লাস দিয়ে বেষ্টিত এ পথ। এপাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসার সময় মনে হবে যেন আপনি সেই মোঘল আমলের কোন সুরঙ্গ পার হচ্ছেন।
সব কিছু মিলিয়ে অসাধারন একটি স্থান। যারাই সুন্দরবন, বাগেরহাট যান না কেন, চন্দ্র মহল ঘুরে আসতে ভুলবেন না।পীর আওলীয়ার নগরী বাগেরহাট এর রণজিতপুর এলাকায় চন্দ্র মহল ইকো পার্কটি অবস্থিত। মংলা থেকে প্রায় ১.৫ (দেড়) ঘন্টার রাস্তা। আবার ঢাকামংলা বাস এ করেও সরাসরি আসা যায় এই ইকো পার্ক এ।


চন্দ্রমহল ইকো পার্ক ।।
বাগেরহাট জেলার দর্শনীয় স্থান ।।
Chandra Mahal Eco Park.
Sadik Arian

posted by polinazavrh2