Secret sauce that brings YouTube followers, views, likes
Get Free YouTube Subscribers, Views and Likes

চর কুকরি মুকরি ভ্রমণের সবকিছু এক ভিডিওতে | Char Kukri Mukri Travel | তারুয়া বীচ | ভোলা 🇧🇩

Follow
Maverick Mithun

#Maverick_Mithun (M Square)
চর কুকরীমুকরী ভ্রমণের সবকিছু এক ভিডিওতে | Chor Kukri Mukri Travel Guide | Tarua Beach | চরফ্যাশন | Vola

চর কুকরীমুকরী ভ্রমণ
ফেব্রুয়ারির ৮ তারিখ, বৃহস্পতিবার রাতে সদরঘাট থেকে রাত ৮ টা ৩০ মিনিটে এম ভি ফারহান ৫ লঞ্চে করে রওনা হই চরফ্যাশনের বেতুয়ার উদ্দেশ্যে। বেতুয়া ঘাট পৌঁছাই ৯ ফেব্রুয়ারি সকাল সাতটায়। লঞ্চ থেকে নেমে ঘাটের কাছ থেকেই অটোরিকশা ৪০০ টাকায় রিজার্ভ করে রওনা হই চরফ্যাশন হয়ে চড় কচ্ছপিয়া ঘাটে। পথে চরফ্যাশন বাজারে সকালের নাস্তা করি। যাই হোক আমরা চর কচ্ছপিয়া ঘাটে পৌঁছাই সকাল সাড়ে নয়টায়। চর কচ্ছপিয়া ঘাট থেকে স্থানীয় ট্রলারগুলো ছেড়ে যায় দুপুর ১২ টায় ও বিকাল চারটায় । ভাড়া নেই জনপ্রতি ৭০ টাকা। এছাড়াও চর কচ্ছপিয়া ঘাট থেকে জনপ্রতি ২০০ টাকা ভাড়ায় স্পিডবোটে করেও চর কুকরীমুকরী যাওয়া যায়। আমরা অনেক আগেই চর কচ্ছপিয়া পৌঁছে যাওয়ার কারণে দুপুর ১২ টা পর্যন্ত আর অপেক্ষা না করে বড় একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে তাদের রিজার্ভ করা ট্রলারে ওঠে চলে যাই চর কুকরীমুকরীর দিকে। রিজার্ভ করা ট্রলারের প্ল্যান ছিল প্রথম দিন চর কচ্ছপিয়া ঘাট থেকে ট্রলারে করে মাকড়সার জাল ও ঝুলন্ত ব্রিজ ঘুরিয়ে চর কুকরীমুকরীর নারিকেল বাগানে নামিয়ে দেবে। দ্বিতীয় দিন সেখান থেকে নিয়ে যাবে তারুয়া বীচে। তারুয়া বিচ ঘুরিয়ে সেখান থেকেই চলে যাবে চর কচ্ছপিয়া ঘাট। বড় দলটি এই ট্রলার প্যাকেজটি ভাড়া করে করে সাত হাজার টাকায়। তারা ছিল ১১ জন। আমরা তাদের সাথে কথা বলে তাদের দেই ২০০০ টাকা আর মাঝিকে দেই ১ হাজার টাকা ফলে দ্বিতীয় দিন তারুয়া বীচ থেকে ট্রলারটি আমাদের চর কুকরীমুকরীর নারিকেল বাগানে নামিয়ে দিয়ে বড় দলটিকে নিয়ে চর কচ্ছপিয়া ঘাট চলে যায়।
চর কুকরিমুকরীতে দুই রাত তিন দিন অতিবাহিত করে আমরা যেভাবে সদরঘাট থেকে চর কুকরীমুকরী গিয়েছিলাম সেভাবেই চর কুকরীমুকরী থেকে সদরঘাট ফিরে আসি।
আর চর কুকরীমুকরীতে আমরা যা যা করেছি যা যা দেখেছি যা যা খেয়েছি তা ভিডিওতে দেখানো আছে।

চর কুকরীমুকরীর নারিকেল বাগানে তাবু, ট্রলার, খাবার এবং সব ধরনের সার্ভিসের জন্য যোগাযোগ করতে পারেন নাজিম ভাইয়ের সাথে।
নাজিম ভাইয়ের নম্বরঃ
+8801719006957
+8801759520357


নিচে চর কুকরীমুকরী ঘোরার খরচ দেওয়া হল :
সদরঘাট থেকে বেতুয়া যাওয়া লঞ্চ ভাড়া ২০০০/
বেতুয়া লঞ্চঘাট থেকে চর কচ্ছপিয়া পর্যন্ত যাওয়াআসা অটো ভাড়া ২১৫/
চর কচ্ছপিয়া থেকে রিজার্ভ ট্রলারে নারিকেল বাগান তারুয়া বীচ শেয়ারে ভাড়া ৭৫০/
চর কুকরীমুকরী ঘাট থেকে চর কচ্ছপিয়া ঘাট পর্যন্ত স্পীডবোট ভাড়া ২০০/
দুই রাত তাবুতে থাকার ভাড়া ৪০০/
খেয়া পারাপার ৪০/
মাকরসার জাল ও ঝুলন্ত ব্রিজ টিকিট ৪০/
২ রাত লঞ্চে রাতের খাবার ৫০০/
৩ দিন সকালের নাস্তা ২৫৫/
২ দিন দুপুরের খাবার ৫১৫/
২ রাতের বারবিকিউ ৭২০/
চা, বিস্কুট ও পানি ৩৬৫/

সর্বমোট ৬০০০/ (জনপ্রতি)


#চর_কুকরিমুকরি
#কুকরিমুকরি
#তারুয়া_বীচ
#কালীর_চর
#নারিকেল_বাগান
#মাকরসার_জাল
#ঝুলন্ত_ব্রীজ
#সুন্দরবন
#ম্যানগ্রোভ_ফরেস্ট
#কুকরি
#মুকরি
#Chor_Kukri_Mukri
#Kukri_Mukri
#Tarua_Beach
#Spider_Net
#Mangrove_Forest
#Kalir_Chor
#Coconut_Garden
#Kukri
#mukri
#Hanging_Bridge
#Deer
#River
#Sea_beach
#লাল_কাকরা

Email: [email protected]
Facebook:   / debasis.chakraborty.94  
Facebook Page:   / maverick.mithun1986  
Instagram:   / debasismithun   /
Music Credit :
YouTube Audio Library
===============================
Thanks all.

posted by dulologiasb