Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

chaturmas 2022 vrat katha vidhi niyam চাতুর্মাস্য ব্রত কথা নিয়ম মাহাত্ম্য কি chaturmasya vrata

Follow
KRISHNA RASAMRITA

chaturmas 2022 vrat katha vidhi niyam mahatva in bengali চাতুর্মাস্য ব্রত ২০২২ কথা নিয়ম মাহাত্ম্য কি This chaturmasya vrata 2022 iskcon video about chaturmas 2022 vrat date , chaturmas vrat niyam vidhi and chaturmas 2022 vrat katha mahatva in bengali lecture by hg kamalapati das brahmachari prabhu iskcon . শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী চাতুর্মাস্য ব্রত কথা 2022 ভিডিও টিতে চাতুর্মাস্য ব্রত কি , চাতুর্মাস্য ব্রত মাহাত্ম্য ও চাতুর্মাস্য ব্রত নিয়ম আলোচনা করেছেন ।
#chaturmas2022 #চাতুর্মাস্যব্রত #kamalapatidas #chaturmasvrat #chaturmasyavrata #chaturmasniyam
This chaturmas 2022 iskcon kamalapati das brahmachari prabhu bengali lecture video topic cover :
1. chaturmasya vrata 2022
2. chaturmas 2022 date
3. chaturmas niyam in bengali
4. chaturmas vrat katha
5. chaturmas vrat niyam
6. chaturmas vrat vidhi
7. chaturmas mahatva in bengali
8. chaturmas 2022 iskcon

চাতুর্মাস্য ব্রত কথা ২০২২ ভিডিও টিতে আলোচণা করা হয়েছে
১। চাতুর্মাস্য ব্রত মাহাত্ম্য
২। চাতুর্মাস্য ব্রত কি
৩। চাতুর্মাস্য ব্রত ২০২২
৪। চাতুর্মাস্য ব্রত নিয়ম

চাতুর্মাস্য ব্রত ২০২২ কথা মাহাত্ম্য ও নিয়ম কি
আগামী ১৩ই জুলাই থেকে শুরু চাতুর্মাস্য ব্রত (শাক বর্জন) শ্রাবণভাদ্রআশ্বিন ও কার্তিক এ চারমাস শ্রীভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন। বলা হয় শয়নী একাদশী (জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী) তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন। পার্শ্ব একাদশী (ভাদ্র শুক্লা একাদশী)তে পার্শ্ব পরিবর্তন করেন, এবং উত্থান একাদশী (কার্তিক শুক্লা একাদশী)তে উত্থিত হন।
বছরের এই চারি মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজো ও তমোগুণী প্রভাব অধিক দেখা যায়। অঘটন বেশী ঘটে। তাই কায়মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। কোনও কোনও বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম করেন। শ্রীব্রহ্মা নারদমুনিকে বলছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে।
ব্রত নিয়মগুলি হলো :
১) বেশী বেশী করে হরিনাম জপ করতে হবে। যারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তাঁরা শুরু করে দেবেন। যারা নিয়মিত মন্ত্র জপ করেন, তাঁরা জপসংখ্যা বৃদ্ধি করবেন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম। আমাদের মনকে সুরক্ষা দান করে মন্ত্র হরিনাম।
২) প্রতিদিন গীতাভাগবত শ্রবণ বা পাঠ করতে হবে। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনাই আমাদের অসার হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে। যারা ভগবৎ কথায় সময় দিতে পারে না, তারা আজেবাজে কথায় সময় পেয়ে বসে।
৩) তর্ক, গালগল্প এড়িয়ে চলতে হবে। কলিযুগের মানুষ আমরা তর্ক করতে, ঝগড়া বাধাতে, গালগল্পে খুবই উন্মুখ হয়ে থাকি। টিভি দেখা, নভেল পড়াও এর অন্তর্ভুক্ত। এসব অসৎসঙ্গ দোষ ছাড়া অন্য কিছু নয়।
৪) প্রত্যূষে স্নান সারতে হবে। ভক্তগণ তো ভোর চারটায় স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন। যত্ন নেন কোনও দিন যেন ফাঁকি না যায়। মঙ্গলময় শ্রীহরির কৃপাকটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্মমুহূর্তে শুচিশুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়।
৫) শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাষকলাই ডাল খাওয়া চলবে না। এই সময়ে এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে। মন বিক্ষিপ্ত করে। বিশেষতঃ, কার্তিক মাসে বেগুন, বরবটি, শিম আহার নিষিদ্ধ।
৬) শ্রীহরি অর্চন কিংবা শ্রীহরিভক্তিমূলক অন্য কোনও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আচারে হোক, প্রচারে হোক যেকোনও সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো। এই চাতুর্মাস্য ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকেন। মোটামুটি যে দিন শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন। কৃপা করে সবাই চাতুর্মাস্য ব্রত পালন করবেন।
What is Chaturmasya Vrata ?
Chatur means Four, Masya means Month, and vrata means Austerity. Chaturmasya Vrat is observed for a period of 4 Holy Months and it begins from the day after Deva Sayana Ekadashi in Ashada Month (June – July) and ends on Uthana Ekadashi in Kartik Month (October – November). Some Vaishnavas also observe this from the Full Moon day of Ashada until the full moon day of Kartika. That is a period of 4 Months of Chaturmasya.
What We Should Do In Chaturmas?
1. Get up before sunrise and take bath.
2. Chant early in the morning before sunrise
3. Chant more number of rounds than regular days.
4. Follow Celibacy (Brahmacharya) for four months.
5. Give a donation to the temple as per your capacity
6. Read Prayers of Srimad Bhagavatam(Gajendra Moksha Lila, Prayers of Kunti Maharani, Gopi Geet)
7. Read and Meditate on Bala Lila from Krishna book, Bhagvat Gita and Srimad Bhagavatam
8. The eight Ekadashi falling in these four months should be followed strictly.
9. One should worship Tulasi Maharani and do Circumambulation to Tulasi Maharani.
10. One should offer Tulsi Leaves to Lordship.

Please subscribe Krishna Rasamrita channel for more videos    / @krishnarasamrita  

মালা জপের নিয়ম    • মালা জপ করার সঠিক নিয়ম মন্ত্র নিয়মা...  
বাড়িতে কৃষ্ণের ভোগ নিবেদন করার নিয়ম    • ভোগ নিবেদন করার মন্ত্র ভোগ নিবেদনের...  
তুলসী প্রণাম ও প্রদক্ষিণ জলদান মন্ত্র    • তুলসী প্রণাম মন্ত্র তুলসী গাছে জল ঢাল...  
একাদশী ব্রত    • একাদশী ব্রত পালনের নিয়মাবলী মাহাত্ম্...  

posted by futieren0k