Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

সিএস এসএ আরএস ও বিএস খতিয়ান/CS SA RS u0026 BS Record/ভূমি জরিপ/Land Survey/Record of Rights

Follow
LawTubeBD

আমাদের দেশে যত মামলা চলমান রয়েছে বা হচ্ছে প্রতিনিয়ত, তার একটা বড়ো অংশই কিন্তু সম্পত্তি—সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত। নানান সীমাবদ্ধতার কারণে সম্পত্তি—সংক্রান্ত এই বিরোধের আশু—অবসান হওয়ার সম্ভাবনা আপাতত নেই কিংবা কবে নাগাদ এই সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত মামলাগুলো একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছবে— তারও কোনো ঠিক—ঠিকানা নেই। অর্থাৎ এই নিয়ে ভুগতে হবে আমাদের আরও অনেক বছর।

ফলত, আমি বা আপনি যে—কেউ যে—কোনো সময় জড়িয়ে যেতে পারি সম্পত্তি—সংক্রান্ত এমন জটিল এবং দীর্ঘ বিরোধে। কিন্তু প্রকৃত সত্য এই যে, জমিজমা—সংশ্লিষ্ট বিষয় কিংবা সম্পত্তি—সংক্রান্ত আইনগুলোর বিষয়ে আমরা সাধারণ জ্ঞানটুকুও রাখি না অধিকাংশই। এমনকি সম্পত্তির মালিকানা—সংক্রান্ত রেকর্ড কিংবা খতিয়ানগুলো সম্পর্কেও আমরা জানি না অনেকেই। অথচ এমন বিরোধ থেকে বাঁচার জন্য কিংবা সম্পত্তি ক্রয়—বিক্রয়ের সময় প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জমির খতিয়ানগুলো সম্পর্কে একটি ধারণা থাকা দরকার আমাদের প্রত্যেকেরই। আর এজন্যই আমরা এই এপিসোডের বিষয় নির্ধারণ করেছি সিএস, এসএ, আরএস এবং বিএস খতিয়ান সম্পর্কে এবং এপিসোডটিতে আমরা এই সকল জরিপ ও খতিয়ানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আমরা আশা করি, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর বাংলাদেশে বিদ্যমান খতিয়ানগুলো সম্পর্কে প্রত্যেকেই একটা সাধারণ ধারণা লাভ করবেন, যার ফলে জমিজমা—সংক্রান্ত বিরোধ বা মামলার ক্ষেত্রে শুরুতেই আপনারা কেউ অন্ধকারে নিপতিত হবেন না।


এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন সজল মিত্র রিচার্ড, পাঠ করেছেন মিশকাত শুকরানা, আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#lawtubebd #landsurvey #recordsofrights

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/@lawtubebd?su...

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

posted by Garmondjo