Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

Debabrata Biswas in the 1970-s - LIVE RECORDING (Part 5) - রবীন্দ্রসদনে বন্যাত্রানে - ১৯৭৮

Follow
jghosh64 @ Debabrata Biswas

১৯৭৮ সালের ভয়াবহ বন্যার সময়ে রবীন্দ্রসঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র এবং সৃষ্টিশীল মানবদরদী শিল্পী দেবব্রত বিশ্বাস তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে বন্যাত্রানে সাহায্য করার জন্য একাধিক অনুষ্ঠান করেন কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। ওই দিন যে ছটি গান গেয়েছিলেন দেবব্রত বিশ্বাস, তা আপনাদের দরবারে পেশ করলাম। গান কটি যার কাছ থেকে পেয়েছি, ব্যাঙ্গালোর নিবাসী আমার একান্ত আপনজন, সেই শ্রী অধীপ চৌধুরী মহাশয়কে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। সম্প্রতি শ্রী অধীপ চৌধুরীর দেওয়া কিছু ক্যাসেট থেকে আবিস্কৃত হয়েছে এই অনুষ্ঠানটি। আজ ১৮ই আগস্ট, ২০২০ জর্জ বিশ্বাসের প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারার জন্য শ্রী অধীপ চৌধুরী মহাশয়কে জানাই আমার বিনম্র নমস্কার।

posted by gea3dr4u7