Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

মানহানি|Defamation|কোন কার্যগুলো মানহানি বলে গণ্য হয় না?|Exceptions of defamation|Sections 499-502

Follow
LawTubeBD

“মানহানি” বা “Defamation” কথাটি বর্তমানে একটি বহুল—প্রচলিত শব্দ। শব্দটি যেন আমাদের জীবনের একটা নিত্য—অনুষঙ্গ হয়ে উঠেছে। কারণে—অকারণে কিংবা কথায়—কথায় একজন আরেকজনের বিরুদ্ধে ঠুকে দিচ্ছে মানহানির মামলা। কখনও কখনও এমনও দেখা যায়, কারো একটি কথা বা বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে জেলায় জেলায় দায়ের করা হয়ে যায় একের পর এক মানহানির মামলা। টিভি স্ক্রলে বা নিউজ ফিডে প্রতিনিয়ত চলে এই মানহানির মামলা—সংক্রান্ত সংবাদের দাপাদাপি। কিন্তু আমরা অনেকেই জানি না, মানহানি কাকে বলে কিংবা কোন কোন কারণে মানহানির অপরাধ সংঘটিত হয় কিংবা কোন কোন বিষয়গুলো মানহানি বলে গণ্য হয় না এবং মানহানির শাস্তি কী— এই সকল বিষয়ে। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি “মানহানি কী? কোন বিষয়গুলো মানহানি বলে গণ্য হয় না?”— শীর্ষক এপিসোডটি। আমরা আশা করি, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর এমন বিষয়ে আপনারা পাবেন একটি স্পষ্ট আইনি ধারণা, যার ফলে ভবিষ্যতে এমন বিষয়ে মামলা দায়ের করা কিংবা কারো বিরুদ্ধে মামলা দায়ের হলে আপনারা করণীয় নির্ধারণ করে নিতে পারবেন নিমেষেই।


এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা এবং নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#lawtubebd #defamation #defamationlawsuit #legaleducation #lawstudents

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
   / @lawtubebd  

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

posted by Garmondjo