15 Free YouTube subscribers for your channel
Get Free YouTube Subscribers, Views and Likes

একজন বেলুনওয়ালা ও ছোট্ট একটি বাচ্চার গল্প ( EM Robin)

Follow
EM Robins Academy

এক বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। যখন তার বিক্রি কমে যেত তখন তিনি হাইড্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন আকাশে ছেড়ে দিত। আকাশে বেলুন উড়তে দেখে বাচ্চারা তার চারপাশে ভিড় জমতো এতে করে তার বিক্রি বেড়ে যেত। প্রতিদিন সে এই পদ্ধতিতে বেলুন বিক্রি করত। এভাবে বিক্রি করতে করতে হঠাৎ একদিন তার জামার হাতার কলারে টান পড়ল বেলুনওয়ালা তাকিয়ে দেখল ছোট একটা বাচ্চা ছেলে। সে ভাবল বাচ্চাটি হয়ত বেলুন চাইছে তার কাছে তাই সে জিজ্ঞেস করল কি বাবু একটা নিবা। বাচ্চাটি বলল না আঙ্কেল, আচ্ছা আঙ্কেল কালো রঙের বেলুন ও কি আকাশে উড়ে? বেলুনওয়ালা প্রশ্ন শুনে বিস্ময়ে কিছুক্ষণ বাচ্চাটির দিকে তাকিয়ে রইল। তারপর বাচ্চাটির আগ্রহ দেখে বলল বাবু “ বেলুন তো রঙের জন্য ওড়ে না ওড়ে তার ভিতরে গ্যাসের জন্য”। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, আমাদের হয়তো গায়ের রঙটা দেখতে একটু কালো, দেখতে না হয় অন্যদের থেকে একটু কম সুন্দর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সামাজিক স্ট্যাটাস খুব একটা ভালো না। বাবা হয়তো কৃষক কিংবা দিনমজুর কিংবা অটোরিক্সা চালক। আর এসব ভেবে আমরা নিজেদেরকে অনেক ছোট মনে করি। নিজেদের ভাগ্যকে দোষ দেই, অনেকটা সময় ডিপ্রেশনে কাটাই। তাদের উদ্দেশ্যে বলছি, দু’বেলা দু’মুঠো খেতে না পারা ছেলেটি একদিন বিশ্ববিখ্যাত Millionaire ‘স্টিভ জবস’ হয়েছিলো। স্কুলের বাসকেট বল টিম থেকে বাদ পরেও যে হয়েছে বিশ্ববিখ্যাত বাসকেট বল খেলোয়াড় ‘মাইকেল জর্ডান’। মেধা না থাকার কারণে স্কুল থেকে বাদ পড়া ছেলেটি হয়েছিল পৃথিবী বিখ্যাত Scientist টমাস আলভা এডিশন। তো আপনি কেন আপনার অতীতকে আঁকড়ে ধরে কষ্ট পাবেন নিজেকে পিছিয়ে রাখবেন। অতীত কখনো ভবিষ্যতকে বদলে দিতে পারে না, ভবিষ্যৎ পরিবর্তন করতে হলে অবশ্যই বর্তমান সময়কে কাজে লাগাতে হবে। তাই বলছি নিজেকে ছোট ভেবে কষ্ট না পেয়ে সময়কে কাজে লাগান মনে রাখবেন – “বেলুন তার রঙের জন্য উড়েনা উড়ে তার ভিতরে থাকা গ্যাসের জন্য”।
Each of Everyone we look like a different color of balloon. Doesn’t matter What is my background, What’s my family status. The important is what can I do, how many skilled I have, how many experiences I have. You achieve it and go ahead.



Facebook :   / emrobins  


#EM Robin, #Motivation, #Learning

posted by la1nyaqp