Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

উমর ফারুক # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz's Recitation

Follow
VoiceArt

ফেইসবুক:   / faysalazizrecitation  
ভয়েস আর্ট ইমেইল: [email protected]

কবিতা : উমর ফারুক (Poem : Umor Faruk)
কবি : কাজী নজরুল ইসলাম (Poet : Kazi Nazrul Islam)
আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)



তিমির রাত্রি‘এশা’র আযান শুনি দূর মসজিদে।
প্রিয়হারা কার কান্নার মতো এবুকে আসিয়া বিঁধে!

আমিরউলমুমেনিন,
তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন।
তকবির শুনি,শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি,
বাতায়নে চাইউঠিয়াছে কিরে গগনে মরুর শশী?
ওআযান,ও কি পাপিয়ার ডাক,ও কি চকোরীর গান?
মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমার সে আহ্বান?

আবার লুটায়ে পড়ি।
‘সেদিন গিয়াছে’শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি।
উমর!ফারুক!আখেরি নবীর ওগো দক্ষিণবাহু!
আহ্বান নয়রূপ ধরে এসগ্রাসে অন্ধতাবাহু!
ইসলামরবি,জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন!
সত্যের আলো নিভিয়াজ্বলিছে জোনাকির আলো ক্ষীণ!
শুধু অঙ্গুলিহেলনে শাসন করিতে এ জগতের
দিয়াছিলে ফেলি মুহম্মদের চরণের যেশমশের
ফিরদৌস ছাড়ি নেমে এস তুমি সেই শমশের ধরি
আর একবার লোহিতসাগরে লালেলাল হয়ে মরি!
……….
………

হেরি পশ্চাতে চাহি
তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি
জেরুজালেমর কিল্লা যথায় আছে অবরোধ করি
বীর মুসলিম সেনাদল তব বাহু দিন মাস ধরি।
দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে
উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে!
………
……..

তপ্ত বালুতে চলি যে চরণের রক্ত উঠেছে ফুটে। ’
ভৃত্য দস্ত চুমি
কাঁদিয়া কহিল, ‘ উমর! কেমনে এ আদেশ কর তুমি?
উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি
আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি?
…….
…….

posted by Neispeliamk