It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

দারুন সুখবর! বার্ষিক ইনক্রিমেন্ট প্রকাশ! ১ জুলাই ২০২৪ তারিখে ইনক্রিমেন্টসহ আপনার মোট বেতন কত হবে?

Follow
Repon Tech & Education

‘‘The Repon Tech and Education‘‘ channel regularly provides technology and educational posts along with various government rules, notifications, circulars and explanatory notes and explanations of the law.
I request you to subscribe to the channel to get regular updates of such videos. Encourage by liking and commenting. You can contact me at the following links to contact me regularly.

Facebook Page:   / btv985229  
Instagram:   / repon_youtuber  
Youtube:    / @bdserviceregulation  

১ জুলাই ২০২৪ তারিখে ইনক্রিমেন্টসহ আপনার মোট বেতন কত হবে?
কারা কারা এই এর ইনক্রিমেন্ট প্রাপ্য হবে না?
কীভাবে ইনক্রিমেন্ট লাগাবেন?
ইনক্রিমেন্ট না পেলে এর সমাধান কী হবে?
কীভাবে আপনার ইনক্রিমেন্ট কপিটি ১ মিনিটে নিজেই বের করবেন?

আসছে ১লা জুলাইয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা/ কর্মচারী তার মূল বেতনের ৫% হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে। দক্ষতা হোক নিম্নগামী বা উর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবেই ২০ তম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে ১ম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত। তবে সিলিংএ পৌছে থাকলে কোন কর্মকর্তা বা কর্মচারী আর কোন সুবিধা পান না। অর্থাৎ তার কোন বেতন বৃদ্ধি হয় না।

নিম্নবর্ণিত অনুচ্ছেদ থেকে আমরা সহজেই অবগত হতে পারবো কার সিলিং কত পর্যন্ত। মূল বেতন বৃদ্ধি পেতে পেতে এটা স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই এভাবেই তৈরি করা হয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ধাপগুলো।

সার সংক্ষেপ:
১নং গ্রেডের কোন বেতন বৃদ্ধি নেই।
২নং গ্রেডে ৫টি ইনক্রিমেন্ট রয়েছে।
৩নং গ্রেডে ৮টি ইনক্রিমেন্ট রয়েছে।
২০ নং গ্রেডে ১৯টি ইনক্রিমেন্ট রয়েছে। প্রতি ইনক্রিমেন্ট এ ৫% হারে
বৃদ্ধি করা হয়েছে।

আসুন একটি উদাহরণের সাহায্যে পরিস্কার হওয়া যাক ইনক্রিমেন্ট কিভাবে লাগে।
এই উদারহরণটি অনুসরণ করে সকল গ্রেডের কর্মচারী বা কর্মকর্তা মোট প্রদেয় বেতন নির্ধারণ করতে পারবেন।

ধরুন, আপনি ১ জুলাই ২০২৩ তারিখে ১৬ নম্বর গ্রেডে ১১,৮৯০ টাকা বেতন পাচ্ছিলেণ। তাহলে আপনার মুল বেতন ১লা জুলাই/২০২৪ এ দাড়াবে ১২৪৯০ টাকা। সে হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে।

মূল বেতন : ১২৪৯০ টাকা
বাড়ি ভাড়া : ৫৬২০ টাকা (৪৫% অন্যান্য স্থানের হারে)
চিকিৎসা ভাতা : ১৫০০ টাকা
টিফিন ভাতা : ২০০ টাকা
ধোলাই ভাতা : পাবেন না, কারণ এটি ১৭২০ গেডেভুক্তদের জন্য
প্রণোদনা : ১০০০
______________________________
মোট বেতন ভাতাদি = ২০৮১০ টাকা মাত্র।

এর মধ্যে কর্তন আছে:
কর্মচারী কল্যাণ: ১%, সর্বোচ্চ ১৫০ টাকা
১২৪৯০ টাকার ১%= ১২৪.৯০ পয়সা
রিভিনিউ স্ট্যাম্প: ১০ টাকা
যারা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখেন তারা সর্বনিম্ন ৫% এবং সর্বোচ্চ ২৫% হিসেবে টাকা জমা রাখে, সেটা বেতন থেকে কর্তন হবে।

আর যারা ১০ গ্রেড বা তার উপরে বেতন পান তারা বীমা বাবদ কর্তন করেন ১০০ টাকা।

জুলাই মাসে আপনার মুল বেতন দেখতে আপনার গ্রেডে চলে যান সেখান থেকে আপনার বর্তমান মূল বেতনের পরবর্তী ধাপ দেখুন। সেটিই হবে আপনার মূল বেতন।

মুল বেতন অনুপাতে বাড়িভাড়া বৃদ্ধি পাবেন। নিম্ন বর্ণিত অনুচ্ছেদ থেকে বাড়ি ভাড়া বের করে নিন:

সিটি কর্পোরেশন এলাকার বাহিরের জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া হার:
মূল বেতন ৮২৫০৯৭০০ বাড়ি ভাড়া ৫০%, ন্যূনতম ৪৫০০/
মূল বেতন ৯৭০১১৬০০০ বাড়ি ভাড়া ৪৫%, ন্যূনতম ৪৮০০/
মূল বেতন ১৬০০১৩৫৫০০ বাড়ি ভাড়া ৪০%, ন্যূনতম ৭০০০/
মূল বেতন ৩৫৫০১তদূর্ধ্ব বাড়ি ভাড়া ৩৫%, ন্যূনতম ১৩৮০০/

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট বরিশাল, রংপুর, নারায়গঞ্জ ও গাজিপুর সিটিকর্পোরেশন এবং সাভার পৌর এলাকার জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া হার:
মূল বেতন ৮২৫০৯৭০০ বাড়ি ভাড়া ৫৫%, ন্যূনতম ৫০০০/
মূল বেতন ৯৭০১১৬০০০ বাড়ি ভাড়া ৫০%, ন্যূনতম ৫৪০০/
মূল বেতন ১৬০০১৩৫৫০০ বাড়ি ভাড়া ৪৫%, ন্যূনতম ৮০০০/
মূল বেতন ৩৫৫০১তদূর্ধ্ব বাড়ি ভাড়া ৪০%, ন্যূনতম ১৬০০০/



চিকিৎসা ভাতা ১৫০০ টাকা
নববর্ষ ভাতা মূল বেতনের ২০% হারে
শিক্ষা সহায়ক ভাতা ১ সন্তান ৫০০, ২ সন্তান বা তদূর্ধ্ব ১০০০ টাকা।
১১২০ তম গ্রেডের জন্য টিফিন ভাতা ২০০ টাকা।
১৭২০ তম গ্রেডের জন্য ধোলাই ভাতা ১০০টাকা
অন্যান্য বিষয়:

চিকিৎসা ভাতা ১৫০০ টাকা
প্রত্যেক কর্মকর্তা/ কর্মচারী ১৫০০ টাকা হারে মাসে চিকিৎসা ভাতা পান। এখানে কোন ব্যতিক্রম নেই সবাই সমহারে।

নববর্ষ ভাতা মূল বেতনের ২০% হারে
১লা বৈশাখ প্রত্যেকেই তাদের নিজ নিজ মূল বেতনের ২০% অর্থ উৎসব ভাতা হিসাবে পান।

শিক্ষা সহায়ক ভাতা ১ সন্তান ৫০০, ২ সন্তান বা তদূর্ধ্ব ১০০০ টাকা।
এটিও সকল কর্মকর্তা ও কর্মচারী পেয়ে থাকেন সম হারে। তবে স্বামী স্ত্রী দুজনেই চাকরি জীবী হলে শুধুমাত্র একজন এ অর্থ উত্তোলন করতে পারবেন।

১১২০ তম গ্রেডের জন্য টিফিন ভাতা ২০০ টাকা।
শুধুমাত্র কর্মচারীগণ এ নগন্য ভাতা ৩০ দিনের জন্য ২০০ টাকা পেয়ে থাকেন।

১৭২০ তম গ্রেডের জন্য ধোলাই ভাতা ১০০ টাকা
সাজ পোষাক বা দাপ্তারিক পোষাক যে সমস্ত কর্মচারী পান তারা তাদের পোষাক ধৌত করার জন্য এ মাসিক ভাতা পান।

প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: কারা কারা এই ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না?
যারা ১ জুলাই এর পর চাকরিতে জয়েন করেছেন অথ্যাৎ চাকরিকাল ৬ মাস পূর্ণ হয়নি তারা এ ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না



প্রশ্ন: ইনক্রিমেন্টের জন্য কি আবেদন করতে হয়?
উত্তর: না । এটি এজি অফিস অটোমেটিক্যালি লাগিয়ে দেয়। যদি দপ্তর প্রধান কোনরুপ আপত্তি না তোলে কোন কর্মচারীর বিরুদ্ধে।

প্রশ্ন: বার্ষিক বেতন বৃদ্ধির জন্য কি অনলাইনে ফিক্সেশন করতে হয়?
উত্তর: না । এটি অফিসের এন্ট্রিকৃত কপি অনলাইন থেকে প্রিন্ট করে সার্ভিস বুকে লাগিয়ে রাখতে হয় এবং দপ্তর প্রধান প্রতিপাদন করে দেন।

প্রশ্ন: অনলাইন ইনক্রিমেন্ট সার্টিফিকেট বা সার্ভিস বুক কি এজিতে পাঠাতে হয়?
উত্তর: না । এজি অফিসে এর কোন কাজ নেই। দপ্তর প্রধান প্রতিপাদন করলেই হয়।

posted by sivalok9