Grow your YouTube views, likes and subscribers for free
Get Free YouTube Subscribers, Views and Likes

বিদেশগামীদের জন্য মেডিকেল টেস্ট | কোন রোগ থাকলে বিদেশ যাওয়া যাবে না

Follow
Doctors and Diagnostic BD

প্রথম হচ্ছে এইচআইভি যা আমরা এইডস রোগ নামে পরিচিত। আপনি যদি এইস আই ভি পজিটিভ হন তাহলে আপনি #বিদেশগামী হতে পারবেন না।


আমাকে ফেসবুকে পেতে নক দিন
  / foysal.ahmmed.7  


দু'নম্বর হচ্ছে চর্মরোগ,আপনার শরীরে যদি মারাত্মক কোন চর্মরোগ থাকে সেক্ষেত্রেও আপনি আনফিট বলে গণ্য হতে পারেন ।

তারপর হচ্ছে জন্ডিস।জন্ডিস এর মতো ক্ষতিকারক অসুখ থাকলেও আপনি বিদেশে যেতে পারবেন না।

হার্টের সমস্যা,হার্টের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। যদি হার্টের মারাত্মক কোনো সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে আপনি আনফিট বলে গণ্য হবেন।

আরেকটা কারণ, সেটি হচ্ছে শ্বাসকষ্ট রোগ ।আপনার শ্বাসকষ্ট থাকলে আপনি ভিসার জন্য বা বিদেশে যেতে আনফিট বলে গণ্য হবেন ।

তারমানে এইচআইভি, চর্মরোগ, জন্ডিস, হার্টের সমস্যা,এবং শ্বাসকষ্ট এর পাঁচটি রোগের যেকোনো একটি সমস্যা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনাকে ভিসার জন্য বা #বিদেশ যেতে #আনফিট করা হবে। শুধু এই পাঁচ টি রোগ হলেই আপনি আনফিট হবেন এমন না। এগুলো ছাড়াও যদি অন্য কোনো মারাত্মক রোগে ভুগে থাকেন তাহলেও আপনি আনফিট বলে গণ্য হতে পারেন।

এবার আসুন জানা যাক বিদেশ যেতে বাধ্যতামূলকভাবে যে মেডিকেল টেস্ট গুলো করা হয়ে থাকে সেগুলো কি কি। যে পরীক্ষা গুলোতে কোনো ডিফেক্ট পেলে বা রোগ ধরা পড়লে আপনার বিদেশ যেতে বাধা আসতে পারে।

প্রথমে যে পরীক্ষা করা হয় সেটি হচ্ছে সাধারণ শারীরিক পরীক্ষা।এতে দেখা হয় আপনার শরীরের কোন ত্রুটি আছে কিনা বা আপনার স্বাস্থ্যের বিকলাঙ্গতা আছে কিনা।যদি একটু খুলে বলি ব্যাপারটা, ধরুন আপনি কোন দেশে যাচ্ছেন শ্রমিক হিসেবে, অথচ আপনার একটি হাতের তিন/চারটি আঙ্গুল নেই, অথবা আপনি একটি হাত দিয়ে কোন কাজ করতে পারে না। এরকম বিকলাঙ্গতা সমস্যা থাকলেও আপনি #মেডিকেলে আনফিট বলে গণ্য হবেন।

আপনার মলমূত্র পরীক্ষা করা হবে, এতে নিশ্চিত হওয়া যাবে আপনি কোন ডায়াবেটিস বা কিডনির সমস্যা বা অন্য কোন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন কিনা।

তারপর হচ্ছে আপনার এক্সরে করা হবে।সাধারণত বুকের এক্সরে করা হয় এতে দেখা হয় আপনার কোনো শ্বাসকষ্ট বা বুকের কোন সমস্যা আছে কিনা।

আপনার শরীর থেকে কিছু পরীক্ষা করার জন্য রক্ত নেয়া হতে পারে । পরীক্ষাগুলো হলো এইচআইভি টেস্ট, হেপাটাইটিসবি টেস্ট ভিডিআরএল টেস্ট। যে টেস্টগুলো করলে জানতে পারবেন আপনী এইচআইভি পজেটিভ কিনা, হেপাটাইটিস এ বা বি পজিটিভ কিনা, ভিডিআরএল টেস্ট এর মাধ্যমে আপনি কোনো ধরনের চর্মরোগ বা যৌন রোগে ভুগছেন কিনা তা জানা যাবে।

এছাড়া টিউবারকুলোসিস নামের একটি পরীক্ষা করা হয় যার মাধ্যমে যক্ষা আছে কিনা সেটা জানা যায় এবং মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কিনা সেটা পরীক্ষা করা হয়ে থাকে।

এছাড়া বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে রূগটি কে প্রাধান্য দেয়া হচ্ছে তা হচ্ছে কভিড ১৯। আপনি করোনা পজিটিভ কিনা তা পরীক্ষা করা হবে। আর দেশের বাইরে যেতে হলে আপনি যে একজন করোনা ভ্যাক্সিনেটেট পার্সন তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বিদেশগামীদের জন্য মেডিকেল
বিদেশগামীদের মেডিকেল টেস্ট
প্রবাসীদের মেডিকেল টেস্ট
medical test
saudi medical test for visa
মেডিকেল টেস্ট ফর ভিসা
ভিসার জন্য মেডিকেল টেস্ট
ভিসা জন্য কী পরীক্ষা করা হয়

posted by drableRahCeabu6