Grow your YouTube channel like a PRO with a free tool
Get Free YouTube Subscribers, Views and Likes

জারা নেপিয়ার পাকচং ঘাস রোপন পদ্ধতি | ঘাস চাষ পদ্ধতি | Grass Cultivation | ঘাস চাষ পদ্ধতি

Follow
খামার বাড়ী এগ্রো ফার্ম

"জারা,নেপিয়ার পাকচং ঘাস রোপন পদ্ধতি" অর্থাৎ এইসব হাইব্রীড ঘাস কিভাবে রোপন করবেন, কিভাবে পরিচর্যা করবেন সেইসব বিষয় নিয়ে আলোচনাই আজকের প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয়। গরু পালনের জন্য উচ্চ ফলনশীল হাইব্রীড জারা, পাকচং ঘাস কাটিং তৈরী এবং কাটিংগুলো রোপনের সঠিক পদ্ধতি কি, তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে।
সাধারণত এই ঘাস গুলো একটি খামারের সফলতার পিছনে বিশাল একটি ভূমিকা পালন করে। আপনি এই ঘাস খাইয়ে একটি খামার অনায়াসেই পরিচালনা করতে পারবেন। আপনার দানাদার খাবারের খরচ একদম কমিয়ে আনবে যদি আপনি এই জাতের ঘাস গুলো সঠিকভাবে চাষাবাদ করতে পারেন।

জমি চাষ এবং সারের ব্যবহার :
জমির উর্বরতা বাড়াতে আপনিরা ইউরিয়া,ডি.এ.পি.র সাথে পর্যাপ্ত পরিমানে গোবর সার ব্যবহার করবেন। এতে আপনাদের খরচ একদম হবেই না বলা চলে। প্রথমবার কাটার মাস খানিক পরেই আপনি আবার কাটতে পারবেন। কাটার পর পর যদি ইউরিয়া সার ছিটিয়ে দেন তাহলে আরো ভালো রেজাল্ট আশা করা যায়। এই ঘাস গুলোর গ্রোথ এত বেশি যে আপনি আপনার নিজের চাহিদা মিটিয়ে অন্যকেও কাটিং গুলো দিয়ে সহায়তা করতে পারবেন।

কাটিং লাগানোর নিয়ম :
জমি তৈরী হওয়ার পর চেষ্টা করবেন প্রতিটি গর্তে দুটি করে কাটিং দেয়ার জন্য এবং কাটিং গুলো যেন দুই গিট কিংবা তিন গিটের হয় । চার ফুট বাই চার ফুট যদি রোপন করা যায় তাহলে এর আশানুরূপ ভালো ফলন আশা করা যায়। অধিক ফলন পাওয়ার জন্য শুকনো মৌসুমে ১০ দিন পর পর সেচ এর ব্যবস্থা করে দিবেন।

প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্টস আমাদের কাজের প্রতি আরো উৎসাহিত করে তুলবে।
আমাদের দেশের প্রেক্ষাপটে কৃষি এমন একটা বৃহত্তম শিল্প যা দেশের বেকার সমস্যা দূরীকরণে যেমন ভূমিকা রাখে তেমনি একটা দেশের সার্বিক চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা আহরণেও সহায়তা করে।
পুরো পৃথিবীটা এক আশ্চর্য রকম সুন্দর এবং প্রাকৃতিক বিস্ময়ে পূর্ণ জায়গা। অফিসিয়াল "খামার বাড়ী এগ্রো ফার্ম" ইউটিউব চ্যানেলটি অন্বেষণ করুন এবং আপনার দেশের কৃষক ও সাধারণ মানুষদের সাথে দেখা করুন, কথা বলুন। এখানে আপনি আশ্চর্যজনক, বিনোদনমূলক, চিন্তাউদ্দীপক এবং শিক্ষামূলক কৃষি তথ্যচিত্রের অপার সম্ভাবনা পাবেন। আমরা কৃষিতে উদ্যোক্তা উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলিতে মূল্যবান তথ্য প্রদান করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আপনি আমাদের "খামার বাড়ী এগ্রো ফার্ম" YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হতে পারেন। কারণ এই চ্যানেল থেকেই আপনি পেয়ে যাবেন "Agriculture, Dairy & Livestock Farm" বিষয়ক বিস্তর ধারণা।

#ঘাসচাষপদ্ধতি #ঘাসচাষ #ঘাসচাষপদ্ধতিatoz #গরুরখামার #খামারব্যবস্থাপনা #শখেরখামারি #তরুণউদ্যোক্তা

Social Link :
YouTube :    / খামারবাড়ীএগ্রোফার্ম  
Blog : https://modernfarmingbd.blogspot.com/
Facebook :   / modernfarmingbd  
Pinterest :   / modernfarmingbd  
Twitter :   / modernfarmingbd  

Music :
Endless Audio__ Copyright free music from YouTube

posted by calciurievr