How to get free YouTube subscribers, likes and views?
Get Free YouTube Subscribers, Views and Likes

১০৩তম জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। স্মরণে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও আরতি মুখার্জি

Follow
Janyavi

হেমন্ত মুখোপাধ্যায় (১৬ জুন ১৯২০ ২৬ সেপ্টেম্বর ১৯৮৯) একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন। তিনি উপমহাদেশের সবথেকে শ্রেষ্ঠ একজন শিল্পী ছিলেন, বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন। নানামুখী গানে আর কোন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেনি। হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় সঙ্গীতের ঈশ্বর।
তাঁর ১০৩ তম জন্ম শতবর্ষে তাঁকে স্মরণ করে কিছু কথা বললেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। আমি সবাইকেই আমার প্রনাম জানাই যারা আমাকে আমার কাজে সাহায্য করেছেন যেমন প্রবীন সাংবাদিক সুমন গুপ্ত। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই যারা আমার পাশে রয়েছেন চ্যানেলের প্রথম দিন থেকে। বর্তমানে যারা নতুন এসেছেন এবং আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন যাতে আপনি সবার আগেই আমার ভিডিও দেখতে পান।
ধন্যবাদ
#janyavi #sandipray #thirdeye #bishwajit #aratimukherjee #artist #singer #film #painting #photography #sculpture #mannadey #hemantamukherjee

posted by losvesenuw