Free views, likes and subscribers at YouTube. Now!
Get Free YouTube Subscribers, Views and Likes

দেওয়ানী মামলা কোথায় ও কিভাবে দায়ের করতে হয় || HKB Legal Advice

Follow
HKB Legal Advice

Contract No:
+8801712788627
+8801400788627

Facebook Page
  / humayun.adv  

Facebook Profile
  / humayun.hkb  

দেওয়ানী মামলা কোথায় ও কিভাবে দায়ের করতে হয়?

দেওয়ানী মামলাগুলো ধরণ বুঝে বিভিন্ন আদালতে করতে হয়। যে মামলা যে আদালতে করার নিয়ম আছে, সেই আদালতের কর্মকর্তার কাছে আবেদন করে মামলাটি করা যায়। জমিজমা সম্পর্কিত মামলাগুলো সাধারণত জেলা জজ আদালতের সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হয়। পারিবারিক বিরোধের মামলা পারিবারিক আদালতে দায়ের করতে হয়।

যিনি মামলা করার আবেদন করেন তিনি বাদী, আর যার বিপক্ষে মামলা করেন তিনি বিবাদী। বাদীর আবেদনের পর আদালত সমন দেন। সমনের পর বিবাদী লিখিত জবাব দেন। এরপর আদালত বাদী এবং বিবাদী দুই পক্ষকে আদালতে ডেকে তাদের অভিযোগ এবং জবাব শোনেন। সবশেষে আদালত তার রায় বা মামলার ফলাফল জানান।


আরজিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে:
১। যে আদালতে মামলা দায়ের করা হয়েছে সে আদালতের নাম।
২। বাদীর নাম, পরিচয় ও বাসস্থান।
৩। বিবাদীর নাম, পরিচয় ও বাসস্থান।
৪। বাদী বা বিবাদী নাবালক অথবা মানসিক বিকারগ্রস্থ হলে সে মর্মে বিবৃতি।
৫। যে আদালতে মামলা দায়ের হয়েছে সে আদালতের যে এই মামলা বিচারের এখতিয়ার রয়েছে সেই মর্মে বিবৃতি।

৬। যে ঘটনাবলী মামলার কারণ সমূহের সৃষ্টি করে থাকে এবং যখন এগুলাে সৃষ্টি হয়ে থাকে।
৭। মামলায় বাদীর প্রার্থীত প্রতিকার।
৮। দাবীর কোন অংশ বর্জন করা হলে সেই মর্মে বিবৃতি।
৯। Suit Valuation Act অনুযায়ী মামলার মূল্য এবং Court fees Act অনুযায়ী দাবীর মূল্য বিষয়ে বিবৃতি।

১০। যদি বাদী প্রতিনিধিত্ব কোন মামলা করে থাকেন সেক্ষেত্রে উক্ত বিষয়ের উপর বাদীর স্বার্থ আছে উক্ত বিষয়ের বর্ণনা এবং বাদী মামলা করতে সক্ষম সেই বিষয়েও একটা বর্ণনা।
১১। যদি মােকদ্দমা কোন অর্থ আদায়ের মােকদ্দমা হয়ে থাকে তবে সেক্ষেত্রে উক্ত অর্থের পরিমান সুস্পষ্টভাবে উল্লেখ

করতে হবে।

১২। যদি বাদী কোন সেট অফ অনুমােদন করে থাকে বা তার কোন অনুমােদিত ও পরিত্যাগকৃত অংশের পরিমান উল্লেখ করতে হবে। দাবীর অংশ পরিত্যাগ করে থাকে তাহলে এরূপ
১৩। যদি অস্থাবর সম্পত্তি সম্পর্কে মামলা করা হয়ে থাকে তবে তার যথাযথমূল্য বা পরিমান।

১৪। যদি মােকদ্দমাটি কোন স্থাবর সম্পত্তি সংক্রান্ত হয়ে থাকে তবে সম্পত্তিটি সীমানা নির্ধারণ সম্পর্কিত বিবরণ।
১৫। যদি মােকদ্দমাটি সময় দ্বারা বারিত হয়ে থাকে, তবে তা থেকে অব্যাহতি পাবার কারণগুলাে উল্লেখ করতে হবে।
১৬। সত্যপাঠ পক্ষের স্বাক্ষর ও তারিখ সম্বলিত হতে হবে।
১৭। এসব অধিকার আদায়ের আইনগত পন্থা হলো আদালতে মামলা করা। 

posted by newmakeblog8e