The easiest way to skyrocket your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

How to apply for Waris Certificate by online || অনলাইনে ওয়ারিশ সনদের জন্য আবেদন || By Jahirul Islam

Follow
Real Tips Pro

ওয়ারিশ সনদঃ
কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে ভাগ করে দেওয়া অর্থাৎ ব্যক্তিগত আইন অনুসারে বণ্টন করতে ওয়ারিশ জানা একান্ত প্রয়োজন। ওয়ারিশ সম্পর্কে স্থানীয়দের জানা থাকলেও কোন প্রতিষ্ঠানের পক্ষে তা জানা সম্ভব হয় না বা জানে না। তাইএই বিষয়টি নির্ধারণ করার জন্য স্থানীয় পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন অথবা আদালত কর্তৃক ওয়ারিশ সনদ প্রদান করা। ভবিষ্যতে ঝামেলা এড়াতে মূলত এই সনদ বেশ কাজে দেয়।
অথবা,
কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে এবং দেশিয় আইনে বণ্টন করা হয়। দেখা যায় স্থানীয় ভাবে একজন ব্যক্তির উত্তরাধিকার ও ওয়ারিশ কে কে তা সবাই জানলেও অফিস আদালত বা প্রতিষ্ঠানের পক্ষে জানা সম্ভব হয় না আবার দেখা যায় এক ব্যক্তির একাধিক স্ত্রী ও সন্তান থাকলে, মৌখিক ভাবে কাউকে ত্যাজ্য করলে বা পরিবারের কাছ তেকে দুরে থাকলে তার প্রকৃত উত্তরাধিকার কারা তা নিয়ে প্রশ্ন ওঠতে পারে, তাই ভবিষ্যতে যে কোন ধরণের সমস্যা এড়াতে স্থানীয় প্রশাসন অথবা আদালত থেকে কে কে সেই মৃত ব্যক্তির ওয়ারিশ সেই সম্পর্কে একটি সনদ প্রদান করা হয়, এটিকে ওয়ারিশ সনদ বলা হয়।

কোন ব্যক্তির মৃত্যুর পর তার প্রকৃত ওয়ারিশগণের সংখ্যা, ধরন (ছেলে না মেয়ে), অবস্থা ইত্যাদি জানতে এই সনদ প্রদান করা হয়। আমাদের বর্তমান জাতীয় পরিচয় পত্র বা অন্যান্য সার্টিফিকেট ব্যবস্থা কিছু দিন আগেও চালু ছিল না তাই এই সনদের প্রয়োজন পরে আবার অন্য দিকে বর্তমান ব্যবস্থায় অনেক ভুল ভ্রান্তি থাকে বা আপডেট থাকে না কিংবা কিছু কিছু স্থানে বাস্তব চিত্র হয়তো সার্টিফিকেট বা সরকারি তথ্যের সাথে অমিল থাকতে পারে তাই এই বিষয় গুলো পরিষ্কার করতে ওয়ারিশ সনদ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। মোদ্দাকথা ওয়ারিশ সম্পর্কিত যে কোন ঝামেলা এড়াতে এই সনদ প্রদান করা হয়।

যে যে কাজে এই সনদ দরকার পড়েঃ

জমিজমা বা সম্পত্তি বাটোয়ারায়
জমি খারিজ/নামজারি করতে
আইনগত অধিকার আদায়ে
ঘোষণমূলক মোকদ্দমায়
ব্যাংক বীমায় মৃত ব্যক্তির অর্থ থাকলে
পেনশন তুলতে । – ইত্যাদি।

ওয়ারিশ সনদ সাধারণত স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত প্রত্যয়ন পত্র । যা একজন মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকার/ওয়ারিশদের স্বীকৃতি দেয় ।

আবার ওয়ারিশ সনদ দেওয়ানী আদালতের মাধ্যমেও পাওয়া যায়। সাধারণত অর্থ ও অস্থাবর সম্পত্তির দেনা – পাওনা, ব্যাংকবিমা ইত্যাদির সুষ্ঠ হিসাব পাওয়া জন্য ও যাতে করে ভবিষ্যতে কোন ধরনের ঝামেলা না হয় সে জন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়া হয়।
Website link:https://prottoyon.gov.bd/

এই চ্যানেলের অন্যান্য ভিডিও লিংক:    / @realtipspro  
#ওয়ারিশসনদ কি,
ওয়ারিশ সনদ,
ওয়ারিশ সনদ পত্র,
ওয়ারিশ সনদের জন্য আবেদন,
ওয়ারিশ,
ওয়ারিশ সনদ আনলাইন,
#ওয়ারিশ #সনদকেনদরকার,
ওয়ারিশ সনদ কি ভাবে নিবেন,
ওয়ারিশ সনদ কিভাবে পাবেন?,
ওয়ারিশ সনদ পত্র লেখার নিয়ম,
#উত্তরাধিকার সনদ,
ওয়ারিশ সনদ #আইন,
সনদ,
ওয়ারিশ #সাটিফিকেট,
ওয়ারেশ সনদ,
ওয়ারিশান সনদ কি,
ওয়ারিশ সনদ কি কাজে লাগে,
ওয়ারিশ সনদ কোথায় পাবেন,
ওয়ারিশান সার্টিফিকেট,
উত্তরাধিকার সনদ কি,
কিভাবে ওয়ারিশ সনদ তৈরি করব,
ওয়ারিশ #সম্পদবন্টন,

posted by ski1227o4