Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ | HSC বাংলা ২য় | HSC Bangla English Full Course 2023

Follow
উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার

HSC বাংলাইংলিশ ফুল কোর্স ২০২৩ এ ভর্তি চলছে https://udvash.com/Program/Details/hs...
প্রিয় HSC শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা জানো, কলেজের পড়ালেখার পরিধির তুলনায় প্রস্তুতির জন্য সময়টা অনেক কম। এছাড়া হাতে সময় যত কম থাকে, মনে হয় সময় ততই দ্রুত চলে যাচ্ছে। তাই বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে কলেজের কঠিন বিষয়গুলোতেই বেশি জোর দেয়। যার ফলে বাংলাইংলিশ বিষয়ে প্রস্তুতির মান অনেকাংশে কম হয়ে থাকে। কিন্তু HSC বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো করতে সকল বিষয়ে ভালো রেজাল্ট করা জরুরি। এজন্য কঠিন বিষয়গুলোতে ভালো প্রস্তুতি নিতে বাংলাইংলিশ বিষয়ের গুরুত্ব কমিয়ে দেওয়া যাবে না। কারণ সামগ্রিকভাবে সকল বিষয়ে রেজাল্ট ভালো না হওয়ার কারণেই বেশিরভাগ শিক্ষার্থীর রেজাল্ট আশানুরূপ হয় না।

এছাড়া সামনে তোমরা কলেজ জীবন শেষে বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনে পদার্পণ করতে যাচ্ছ। সেই সময়ের জন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। বাংলাইংলিশ বিষয়ে ভালো প্রস্তুতি থাকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকা যায়। এই লক্ষ্যে তোমাদের HSC বোর্ড পরীক্ষায় ভালো করার পাশাপাশি বাংলাইংলিশ বিষয়ের উপর সুষম প্রস্তুতিতে একাদশদ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উদ্ভাস এর আয়োজন “HSC 2023 বাংলাইংলিশ ফুল কোর্স”। যার মাধ্যমে তোমাদের HSC এর বাংলাইংলিশ বিষয়ের উপর সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত হবে। একইসাথে বাংলাইংলিশ বিষয়ে তোমাদের দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে।
#HSC_2023 #hsc_bangla #SSC23 #HSC

★ শুরু: ৭ জুলাই, ২০২৩
★ কোর্স ফি: ৬০০০/ (এককালীন)
★ অনলাইন ক্লাসের সময়সূচি: সকাল ১০:০০ টা

★ কোর্স বিবরণী:
লেকচার ক্লাস: ৮৪টি (প্রতিদিন ডাবল লেকচার)
ডেইলি এক্সাম: ৬০ সেট
মান্থলি এক্সাম: ১২ সেট
পেপার ফাইনাল এক্সাম: ০৬ সেট
প্রিন্টেড মাস্টার বুক: ০৮টি

★ কোর্সের উল্লেখযোগ্য সেবাসমূহ:
HSC বাংলা ও ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে।
স্মার্ট বোর্ড এর মাধ্যমে সপ্তাহে ২ দিন (শুক্রবার, শনিবার) Live Interactive Class অনুষ্ঠিত হবে।
প্রতিটি অনলাইন ক্লাসের মাল্টিকালার PDF ক্লাসনোট প্রদান করা হবে।
প্রতিটি অনলাইন ক্লাসের রিপ্লে ভিডিও বোর্ড পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের আইডিতে সংরক্ষিত থাকবে।
এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক Q & A সেবা প্রদান করা হবে।
প্রতিটি পরীক্ষার উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন।
প্রতিটি পরীক্ষার এনালাইসিস রিপোর্ট ও Auto SMSএ রেজাল্ট প্রদান।


*Follow us on*

Our Channel Verified by
https://www.dmca.com/r/lqjk5zd

Website :
►►►http://udvash.com
►►►https://unmesh.com

**উদ্ভাস Facebook Page: ►   / udvash  
**উন্মেষ Facebook Page: ►  / unmeshpage  
Instagram
►  / udvash_unmesh  
Linkedin
►  / udvashunmesh  

Thanks For Watching.

posted by bife5x