Get YouTube subscribers that watch and like your videos
Get Free YouTube Subscribers, Views and Likes

HSC ICT Tutorial Chapter-3.1 Part-2: বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার পদ্ধতি

Follow
Naba Tech World

সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ১ম পর্বে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকের এই পর্বে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করা শিখবো। আমরা দৈনন্দিন জীবনে সাধারণ যে সংখ্যা গণনা করি এটি মূলত দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা। অন্যান্য সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা কিন্তু দশমিকের মতো নয়। কিছুটা ভিন্নতা রয়েছে। সেই বিষয়গুলোই এখানে সহজ করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি।

আলোচ্য বিষয় সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল।

আইসিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং যে কোন সমস্যায় পড়লে তার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপ HSC ICT Practice Room এ জয়েন করতে পারেন। Link:   / hscictpracticeroom  

সংখ্যা পদ্ধতি অধ্যায়ের সকল ভিডিও একসাথে পেতে আমাদের চ্যানেল থেকে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংখ্যা পদ্ধতি” এই প্লে লিস্টটি দেখুন। প্লে লিস্টের লিংক:    • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  সংখ্যা পদ্ধতি  

উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত সকল ভিডিও এক সাথে দেখতে আমাদের চ্যানেল থেকে HSC ICT Tutorial এই প্লে লিস্টটি দেখুন। প্লে লিস্টের লিংক:    • HSC ICT All Chapter Tutorial  

এছাড়াও ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
আমাদের ফেসবুক পেজ: www.facebook.com/nabatechworld

আমাদের নতুন ভিডিও গুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আমাদের চ্যানেল:    / nabatech  

আমাদের ওয়েবসাইটেও প্রতিটি ভিডিও সম্পর্কে আপডেট রয়েছে।
আমাদের ওয়েবসাইট: www.nabatechworld.com

আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

posted by calliesettles2y