Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

জামদানি পল্লী | শত বছরের পুরোনো জামদানির ইতিহাস | Jamdani Polli | Narayanganj

Follow
Sohel Traveler

শত বছরের পুরোনো জামদানীর ইতিহাস | জামদানী পল্লী | Jamdani Polli
"ঐতিহ্যবাহী জামদানী পল্লী । নোয়াপাড়া, তারাব রুপগঞ্জ নারায়ণগঞ্জ"
জামদানী পল্লী | শত বছরের পুরোনো জামদানীর ইতিহাস | Jamdani Polli | Narayanganj

আজকের ভিডিও তে আমি দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যবাহী জামদানী পল্লী। ঘুরে দেখিয়েছি জমদানী পল্লী, এবং তাতীদের সাথে কথা বলে অনুসন্ধান করার চেষ্টা করেছি প্রাচীন আমলের জগত বিখ্যাত ঢাকাই মসলিন শাড়ীর ইতিহাস।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে জামদানি পল্লী। তারাব পৌরসভার ভেতরেই বিসিকের এ জামদানি পল্লী। কয়েকশ তাঁতে নারীপুরুষ মিলিয়ে প্রায় হাজারখানেক কারিগর রয়েছেন সেখানে। অনেক প্রাচীন সময় থেকেই এখানে জামদানী তৈরী হচ্ছে। জামদানি তৈরির জন্য রূপগঞ্জের খ্যাতি দীর্ঘদিনের। ইতিহাস থেকে জানা যায়, মসলিনের হাত ধরে এই বাংলায় আসে জামদানী।

এখানে এই ঐতিহ্যবাহী পোশাক শিল্পের শিল্পী তৈরি হয় পরিবার থেকেই। ছেলে বুড়ো থেকে শুরু করে বাড়ির মহিলারাও এই কাজে জড়িত। শাড়ী তৈরির তাঁতে আংশিক বা পুরোপুরি যন্ত্রের ব্যবহার শুরু হলেও জামদানি তৈরির তাঁত এখনো পুরোপুরি তাঁতীর হাত ও পায়ের ব্যবহারে পরিচালিত হয় যন্ত্রের কোন সাহায্য ছাড়াই। পুরো গ্রাম জুড়েই চোখে পড়বে প্রত্যেক বাড়ির এই তাঁত শিল্পে জড়িয়ে থাকার গল্প। এখানে কেউ সরাসরি কাপড় উৎপাদন করেন, কেউ তাঁতী; কেউ সুতা বিক্রেতা; প্রতি পরিবারেই তাঁত রয়েছে। তাঁতিরা সবাই যে যার কাজে ব্যস্ত। জামদানী শাড়িতে কোন একজন তাতী নয় বরং অনেক ধাপে অনেকেই এর সাথে জড়িত থাকেন। জামদানীর সুতা প্রথমে ঘরে বা শীতলক্ষ্যা নদীর পনিতে ভিজানোর পর রং দেয়া হয়। এরপর সেটির বাড়ির সামনে সারিবদ্ধ ভাবে সাজিয়ে রোদে শুকানো হয়। এরপর আরো কিছু প্রক্রিয়া শেষে সেটি তাঁতে ব্যবহার করা হয়।

জামদানী শাড়ি অত্যন্ত যত্ন করে এবং সময় নিয়ে তৈরী করা হয়। হাতে তৈরী এই জামদানী শাড়ি নামাতে সময় লাগে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত, নির্ভর করে কাজের মান এবং ডিজাইনের উপর।

ডেমরা ও বিসিক জামদানি পল্লীতে দুটি বিখ্যাত বাজার বসে। প্রতি শুক্রবার ভোর রাতে এ বাজার বসে। ভোর ৩টা সাড়ে ৩টার দিকে বিভিন্ন এলাকা থেকে তাঁত মালিকরা তাদের এক সপ্তাহে তৈরি শাড়ি নিয়ে হাটে আসেন। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা সেখানে গিয়ে জামদানি কিনে নিয়ে যান।

কিভাবে যাবেন বিসিক জামদানি পল্লী
রামপুরা ব্রীজ থেকে কিংবা রাজধানীর যেকোনো জায়গা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে চলে আসবেন নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড। এরপর এখান থেকে রিকশা নিয়ে সরাসরি জামদানী পল্লী।

জামদানী দোকানের নম্বরঃ
কামাল জামদানী হাউজ : 01903564751, 01839487318, 01742281402, 01925592380

#jamdani_palli #soheltraveler #jamdanisaree

যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।

বাংলাদেশ ভ্রমণের সকল তথ্য পেতে
আমাদের ওয়েব সাইটে ভিজিট করন।
এখানে ক্লিক করুন :
https://www.vromonkal.com (ভ্রমণকাল)
https://soheltraveler.blogspot.com (সোহেল ট্রাভেলার)

Disclaimer:
=========
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use”
Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational or personal use tips the balance in favor of fair use.

posted by elyeyoat