How to get free YouTube subscribers, likes and views?
Get Free YouTube Subscribers, Views and Likes

মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ ভ্রমণ - ২০২৪ || Kapotakkha Nad || Kapotakkha River

Follow
NH IT SOLUTION

মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ ভ্রমণ ২০২৪
কপোতাক্ষ নদ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অন্যতম বড় নদ। নদীটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয় । বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কপোতাক্ষ নদের প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণপশ্চিমাঞ্চলের নদী নং ২৩৮.
মাইকেল মধুসূদন দত্ত
কপোতাক্ষ নদ
সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
সতত তোমার কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া মন্ত্রধ্বনি) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
বহু দেশ দেখিয়াছি বহু নদদলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধস্রোতোরূপী তুমি জন্মভূমিস্তনে।
আর কি হে হবে দেখা? যত দিন যাবে,
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে
বারিরুপ কর তুমি; এ মিনতি, গাবে
বঙ্গজ জনের কানে, সখে, সখারীতে
নাম তার, এ প্রবাসে মজি প্রেমভাবে
লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।

posted by Ottolinqx