Secret weapon how to promote your YouTube channel
Get Free YouTube Subscribers, Views and Likes

কাশ্মীর টিউলিপ গার্ডেন দেখার সেরা সময় | Kashmir Tulip Garden | Srinagar Sightseeing |কাশ্মীর পর্ব ৩

Follow
Travel with Arghya (The Bong Explorer  )

ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন

কাশ্মীর ঘুরেছেন আর টিউলিপ গার্ডেন দেখেন নি! তাহলে কিন্তু আপনার কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। যাবারওয়ান পর্বতের পাদদেশে, ডাল লেকের তীরে , ৩০ হেক্টর জায়গায় রয়েছে এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টিউলিপ ফুলের বাগান কাশ্মীরের এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। শুধু এই টিউলিপ গার্ডেন দেখতে ভারতের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ পর্যটক ভিড় করে কাশ্মীরে। এই সময় তাই টুরিজম এর পিক সিসন চলে। তাই হোটেল, গাড়ি অগ্রিম বুকিং করে যাওয়াই শ্রেয়।২০০৭ থেকে এই টিউলিপ গার্ডেন শুরু হয়েছে। এখন জম্মু এবং হিমাচলে ও টিউলিপ গার্ডেন শুরু হয়েছে। আমাদের দার্জিলিঙে ও খুব শীঘ্রই শুরু হবে। কিন্তু এতো বড়ো, বৈচিত্র্যময় টিউলিপ গার্ডেন আমস্টারডাম ছাড়া পাওয়া এখানো অসম্ভব। কিন্তু আমস্টারডামে ও পাহাড়ের কোলে এত সুন্দর ভিউ আপনি পাবেন না।
টিউলিপ বসন্ত শুরু র সময়ে থেকে ফুটতে শুরু করে, কিন্তু ২০ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেলে আর থাকে না, তাই এই ফুলের আয়ু বড়জোর ২০২৫ দিন , কাশ্মীরে টিউলিপ গার্ডেন আগে এপ্রিলে ই খুলতো, কিন্তু গত বছর থেকে মার্চের শেষে খুলে যাচ্ছে, জানি না এটা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কিনা!
এই বছর ১৯শে মার্চ খুলেছে, সম্ভবত ২০ শে এপ্রিল বন্ধ হয়েছে। এবারে প্রায় ৬৮ প্রকারের ১৬ লাখ টিউলিপ ছিল তাছাড়া ও ড্যাফোডিল ও আরও কিছু অন্য ফুল ও ছিলো। এছাড়া চেরি, বাদাম গাছ আরও কতো কি, আছে এই বাগানে।
চারদিকে সবুজের মাঝে এত রঙিন ফুলের সমারোহে আপনার মন হারিয়ে যেতে বাধ্য। আপনি ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারবেন, বুঝতে ও পারবেন না ।


কাশ্মীর সিরিজ প্রথম পর্ব
   • কাশ্মীরের ডাল লেক ভাসমান বাজারে শিকার...  

কাশ্মীর সিরিজ দ্বিতীয় পর্ব
   • অচেনা দুধপাথরি, ভূস্বর্গের বুকে যেন প...  








#kashmirtulipgarden #kashmir #tulipgarden #tulip #kashmirtourism #kashmirbeauty #kashmir #kashmirvalley #kashmirtour #traveldiaries #travelphotography #travel #youtube

posted by gglayouts606