Buy real YouTube subscribers. Best price and warranty.
Get Free YouTube Subscribers, Views and Likes

kritap4G | KritapSP মাজরা পোকা নিয়ন্ত্রণকারী কীটনাশক কখন কিভাবে কি পরিমানে ব্যবহার করবেন?

Follow
Agri-Tech Shanto

কীটনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই কীটনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে কীটপতঙ্গের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে, মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "Cartap Hydrochloride" কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক গুলো নিয়ে।
ব্যবহার :
পোকা — মাজরা , পাতামোড়া , ঝাঁকবাঁধা লেদা , হীরকপিঠ মথ , পাতাখেকো পোকা , নালীপোকা , শ্যামা , জ্যাসিড , পাতাজড়ানো পোকা , ফ্রি বিটল , কডলিং মথ , ফলছিদ্রকারী পোকা , জাব , থ্রিপস , গুবরে পোকা ইত্যাদি ।
ফসল — ধান , ভুট্টা , বেগুন , লঙ্কা , ঢেঁড়শ , বাঁধাকপি , ফুলকপি , বীন , আলু ও অন্যান্য সবজি , লেবু , আপেল , তুলো , আখ , চা , ফুল ও পাতাবাহার ইত্যাদি ।
নথিভুক্ত ফর্মুলেশান : ৫০ % এস.পি. স্প্রে ১ থেকে ১.৫ গ্রাম / লিটার জলে (৩৫০গ্রাম/একর)
৪ % জি . ( ৩ কেজি/১বিঘা.)

। বাণিজ্যিক নাম : ৫০ % এস.পি. – পাদান ও কাডান ( করোমণ্ডল ) , কেলডান ( ধানুকা ) , ক্রিটাপ ( কৃষি . রসা . ) , ফাস্ট ( ট্রপি . এগ্রো . ) , পাটাপ ( কেমিনোভা ) , অনুডন ( অনু ) , জোশ ( ই . প্যারি ) , সিলেক্ট ( জেইউ পেস্টি . ) , কারটক্স ( র‍্যালিস ) , রিট্যাপ ( প্ল্যাট রিমে . ) , নাগটাপ ( মাল্টিপ্লেক্স ) , স্টারটপ ( শ'ওয়াল ) , ইউনিট্যাপ ( ইউনি এগ্রো . ) , র‍্যাডন ( শ্রীআরসি ) , সানভেক্স ( নাগার্জুন ) , বিকন ( ইন্দোফিল ) , কারডন ( ইউপিএল ) , ডলার ( হিন্দ . পালভা . ) , ক্রাফট ( ঘারদা ) , স্কিমিটার ( সুদর্শন ) , নিদান ( ক্রিস্টাল ) , উদ্যান ( হিম্যান ) , পিসি কারটাপ ( পা . কেমি ) , কারডান ( ইসিআই ) , ট্যাককিল ( বায়োস্টাড ) , কার্গো ( হেরানবা ) , হাইক্যাপ ( সুপার এগ্রো ) , কার্বন ( জিএসপি ) , বোরগান ( ম্যাখটে ) , কালকূট ( রাশনি ) , হিল কারটাপ ( হিল ) , সেলট্যাপ ( এক্সেল ) , কার্টিজ ।
৪ % জি . – পাদান ও কাডান ( করোমণ্ডল ) , কেলডান ( ধানুকা ) , ক্রিটাপ ( কৃষি . রসা . ) , ফাস্ট ( ট্রপি . এগ্রো ) , সানভেক্স ( নাগার্জুন ) , কারটাক ( টিএসি ) , অনুডন ( অনু ) , বিলডন ও বিলকপ ( ভারত ) , ডলার ( হিন্দ , পালভা . ) , ক্রাফট ( ঘারদা ) , ঢাল ( ইসাগ্রো ) , বর্ধন ( সাফেক্স ) , প্রধান ( কেমিসাইড ) , নিদান ও ক্রান্তি ( জয়শ্রী রসা . ) , স্কিমিটার ( সুদর্শন ) , শ্রীরাম কারটাপ ( শ্রীরাম ) , বিকন ( ইন্দোফিল ) , কারটপ ( থাক্কার ) , জেলডন ( জয় কেমি . ) , কারডন ( ইউপিএল ) , সিলেক্ট ( জেইউ পেস্টি . ) , ম্যাক্স ( হার্বি . ইন্ডি . ) , কারটক্স ( র‍্যালিস ) , মার্কট্যাপ ( মার্কফেড ) , নাগটাপ ( মাল্টিপ্লেক্স ) , গ্রিপ ( সালফার ) , রিট্যাপ ( প্ল্যাট . রিমে . ) , উদ্যান ( হিম্যান ) , ক্রিদান ও নিদান ( ক্রিস্টাল ) , শ্রীরাম কারটাপ ( শ্রীরাম ) , কার্টিজ , ডিকন , পিসি কারটাপ ( পা . কেমি . ) , হিল কারটাপ ( হিল ) , কারডান ( ইসিআই ) , কারট্রিজ ( বায়োস্টাড ) , কারটাপভিপ ( গোদরেজ ) , ইন্ডান ( ইনসেক্টি ) , র‍্যাডন ( শ্রীআরসি ) , সেলট্যাপ ( এক্সেল ) , বোরগান ( ম্যাখটে ) , হেরাল্ড ( হেরানবা ) ।

"স্বীকারোক্তি"
"এই চ্যানেলে প্রচারিত ভিডিও‍ পেস্টিসাইড রাসায়নিক গুনাগুন এবং তার কর্মক্ষমতার আলোচনা "শিক্ষার উদ্দেশ্য" সম্প্রসারিত । পেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি, আবহাওয়া, মৃত্তিকার ধরণ ও অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তাই পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার । কারণ পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে এবং ফসলেরও ক্ষতি করতে পারে, তাই এই সকল বস্তুর কম বেশি কার্যগুন, ফলন, লাভ লোকসানের জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।


নতুন যুগের কিটনাশক কিনতে
1.Emamectin Benzoate 5%
https://amzn.to/3CtWU18
2.IMIDACLOPRID 30.5% SC
https://amzn.to/3AIS66H
3.Hexaconazole 5 % SC, Fungicide
https://amzn.to/3AI0Yti
4.PLANTIC 3 in 1 Total Plant Care Organic Pesticide Fungicide Miticide Insecticide
https://amzn.to/3PQzTIB
5. PI Industries Organic Biovita Liquid Seaweed Plant Growth Regulator For Home Garden & Plants (1Ltr)
https://amzn.to/3pGxFB2

ছত্রাকনাশক পরিচিতি :    • ছত্রাকনাশক পরিচিতি   

কীটনাশক পরিচিতি:    • কীটনাশক পরিচিতি  

কীটপতঙ্গ পরিচিত :    • কীটপতঙ্গ পরিচিত   


#stemborer #farming #agriculture #rice #ধানের_মাজরা_পোকা

posted by Effistinyg4