Free views, likes and subscribers at YouTube. Now!
Get Free YouTube Subscribers, Views and Likes

কোটা নিয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রায় |Latest legal position on quotas issue

Follow
LawTubeBD

কোটাবিরোধী ছাত্র—আন্দোলনের উত্তাপের মধ্যেই প্রকাশিত হলো “অহিদুল ইসলাম ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য” শীর্ষক ৬০৬৩/২০২১ নম্বর রিট মামলাটির অ্যাডভান্স অর্ডার বা অগ্রীম আদেশ, যেখানে উল্লেখ করা হয়েছে পূর্ণাঙ্গ রায়ের অপারেটিভ পোরশন বা ক্রিয়াশীল অংশ। উক্ত অপারেটিভ পোরশনে ঠিক কী বলা হয়েছে, কিংবা আগেই আপীল বিভাগ কর্তৃক স্থিতাবস্থার আদেশের ফলে উক্ত অপারেটিভ পোরশনটির পরিণতি আপাতত কী হবে, কিংবা হাইকোর্ট বিভাগের এমন সিদ্ধান্তের পরও নির্বাহী বিভাগ কোটা বাতিল বা কোটা—পদ্ধতি সংস্কার করতে পারবে কি না— প্রভৃতি বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আমাদের নিকট।

একযোগে এই সকল প্রশ্নের উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি “কোটা নিয়ে সর্বশেষ আইনি অবস্থান : রায়ে কী বললেন সুপ্রীম কোর্ট” শীর্ষক এই এপিসোডটি। আশা করি এপিসোডটি দেখার পর আপনারা কোটা নিয়ে সেই ২০১২ সালে দায়েরকৃত ২৩৫নং রিট মামলায় প্রদত্ত রায় ও আদেশ থেকে শুরু করে ২০১৮ সালের ৪ঠা অক্টোবর কোটা বাতিলসংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত পরিপত্র; উক্ত পরিপত্রকে চ্যালেঞ্জ করত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি কর্তৃক ২০২১ সালে দায়েরকৃত রিট মামলা; উক্ত রিট মামলায় ২০২৪ সালের ৫ই জুন মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায় ও আদেশ; এবং উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে মাননীয় আপীল বিভাগ কর্তৃক ২০২৪ সালের ১০ই জুলাই প্রদত্ত অন্তর্বতীর্কালীন স্থিতাবস্থার আদেশ সম্পর্কে পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন সজল মিত্র রিচার্ড আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#LawTubeBD #AntiQuotaStudentMovement #Latestlegalpositiononquotasissue ‪@quotaissue8939‬ #quotamovement #students

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
   / @lawtubebd  

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

posted by Garmondjo