Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Loke Bole || IPDC আমাদের গান || Shiuly Sarkar

Follow
IPDC আমাদের গান

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডএর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।

অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (২১ ডিসেম্বর ১৮৫৪ ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। দেশ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে, যাকে মানবতা বলে। এই মানবতা সাধনার একটি রূপ হলো মরমী সাধনা। যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায়। তিনি সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন। তাঁর রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয়। ১৯০৭ খ্রিষ্টাব্দে তাঁর রচিত ২০৬টি গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনটির নাম ছিল ‘হাসন উদাস’। এর বাইরে আর কিছু গান ‘হাসন রাজার তিনপুরুষ’ এবং ‘আল ইসলাহ্'সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ধারণা করা হয়, তাঁর অনেক গান এখনো সিলেটসুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে এবং বহু গান বিলুপ্ত হয়ে গেছে। এ পর্যন্ত তাঁর পাওয়া গানের সংখ্যা ৫৫৩টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি।

আমাদের এবারের পরিবেশনা মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা’র একটি জনপ্রিয় গান –
লোকে বলে
কথা ও সুরঃ হাসন রাজা
কণ্ঠঃ শিউলি সরকার

সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল

চিত্রগ্রহণঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ

• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
• তবলাঃ মিলন ভট্টাচার্য
• বাংলা ঢোলঃ নয়ন
• পারকেশনঃ উজ্জ্বল
• একতারাঃ আলম
• ড্রামসঃ ডানো
• বেইজঃ তানিম
• ইলেকট্রিক গিটারঃ জোহান
• বাঁশিঃ জালাল
• ম্যান্ডোলিনঃ শুভেন্দু দাস শুভ
• কিবোর্ডঃ মীর মাসুম
• বেহালাঃ মাখন
• ট্রাম্পেটঃ কাবিল
• দোতরাঃ মন
• কোরাসঃ মন, পিউ ,নাশা

#LokeBole #IPDCআমাদেরগান #IPDC

posted by phoniegopaignz7