Buy real YouTube subscribers. Best price and warranty.
Get Free YouTube Subscribers, Views and Likes

যদি বাসার তৈরি স্বাস্থ্যকর স্যুপ খেতে চান তাহলে ঝটপট বানিয়ে নিন Maggi ভেজিটেবল ম্যানচাও স্যুপ।

Follow
Elisas Cooking Recipes

আজ ঘরোয়াভাবে বানিয়ে ফেললাম আমার পছন্দের একটি স্যুপ। এই রেসিপিতে আছে বিভিন্ন রকমের সবজি যা বিকেল বা সন্ধ্যার নাস্তা হিসেবে শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তাছাড়া, অতিথিদের আপ্যায়নেও থাকতে পারে স্যুপ।
Recipe:
রান্নার সময়ঃ ১৫ মিনিট
MAGGI ভেজিটেবল ম্যানচাও স্যুপ
(পরিবেশনঃ ২)
উপকরণঃ পরিমাণঃ গ্রামঃ
১. MAGGI ভেজিটেবল স্যুপ ১ প্যাকেট ২৫
২. আদা কিমা ১/২ চা. চামচ ২.৩৫
৩. রসুন কিমা ১/২ চা. চামচ ২.৭
৪. কাঁচামরিচ কিমা ৩ টি ৬
৫. মাশরুম কিমা ১ চা. চামচ ৪.৬৭
৬. বাঁধাকপি কিমা ১ চা. চামচ ২
৭. গাজর কিমা ১ চা. চামচ ৩.৩
৮. বরবটি কিমা ১ চা. চামচ ২.৭৩
৯. ক্যাপসিকাম কিমা ১ চা. চামচ ৩
১০. পেঁয়াজ পাতা (ছোট কিউব) ১ চা. চামচ ১.৪৭
১১. ধনেপাতা কুচি ১ টে. চামচ ৫
১২. পেঁয়াজ কিমা ১ টে. চামচ ১২.৫
১৩. চিলি সস ১ টে. চামচ ২০
১৪. বাটার ১ টে. চামচ ১৫
১৫. সয়াসস ১/২ চা চামচ ২
১৬. লেবুর রস ১/২ চা চামচ ৩
১৭. কালো গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ .৫০
১৮. লবণ পরিমাণমতো
১৯. পানি ২ কাপ ৩৫০ মি.লি

প্রস্তুত প্রণালীঃ
১. প্রথমে ২ কাপ পানিতে MAGGI ভেজিটেবল স্যুপ গুলে নিন।
২. প্যানে বাটার গরম করে পেঁয়াজ কিমা দিয়ে আদা, রসুন ও কাঁচামরিচ ভেজে নিন। এরপর মাশরুস, বাঁধাকপি, গাজর, বরবটি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা ও লবণ দিয়ে ভেজে নিন।
৩. এবার ভাজা সবজিতে গুলানো স্যুপ দিয়ে দিন। স্যুপ ফুটে এলে চিলি সস, সয়াসস, লেবুর রস ও গোলমরিচ গুঁড়া দিয়ে ২ মিনিট রেখে ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন MAGGI ভেজিটেবল ম্যানচাও স্যুপ।

posted by prebei3