Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Mallikarjuna Jyotirlinga darshan 2024 || মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন|| দ্বিতীয় পর্ব

Follow
Vlogger Tupai

Mallikarjuna Jyotirlinga darshan 2024 || মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন|| দ্বিতীয় পর্ব



মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করবে কিভাবে

মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য চার রকম ভাবে লাইন আছে
প্রথম দর্শন ফ্রি দর্শন
দ্বিতীয় দর্শন শীঘ্রই দর্শন মাথাপিছু 150/টিকিট
তৃতীয় দর্শন অতি শীঘ্রই দর্শন মাথাপিছু300/টিকিট
চতুর্থ দর্শন স্পর্শ দর্শন মাথাপিছু 500/ টিকিট

শিব মহাপুরাণ অনুসারে, একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণুর মধ্যে তাঁদের মধ্যে জগতে কে শ্রেষ্ঠ তা নিয়ে তর্ক বেধেছিল। তাঁদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে একটি অনন্ত আলোর লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ দ্বারা বিভক্ত করেছিলেন। বিষ্ণু ও ব্রহ্মা দুই দিকে সেই লিঙ্গের উৎস খুঁজতে বের হন। ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের অন্ত খুঁজে পেয়েছেন। কিন্তু বিষ্ণু পরাজয় স্বীকার করে নেন। শিব দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে শাপ দেন যে কোনো অনুষ্ঠানে তাঁর স্থান থাকবে না। অন্যদিকে তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন যে বিষ্ণু প্রলয়কাল অবধি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সর্বোচ্চ অখণ্ড সত্য, যাতে শিব আংশিকভাবে আবির্ভূত হন। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি সেইখানেই গড়ে উঠেছে যেখানে শিব আলোর অগ্নিময় লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন।



শিব ও পার্বতী তাঁদের দুই ছেলে গণেশ ও কার্তিকের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছিলেন। কার্তিক সেই সময় তর্ক জুড়েছিলেন কে আগে বিয়ে করবেন সেই নিয়ে। শিব বলেন, যে আগে বিশ্ব প্রদক্ষিণ করে আসতে পারবে তারই আগে বিয়ে হবে। কার্তিক তাঁর বাহনে চেপে বিশ্ব প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। গণেশ শিব ও পার্বতীকেই সাত বার প্রদক্ষিণ করেন। কারণ, শাস্ত্রমতে নিজের পিতামাতাকে প্রদক্ষিণ করলে ভূপ্রদক্ষিণ করা হয়। শিব বুদ্ধি, সিদ্ধি ও ঋদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দেন। কার্তিক ফিরে এসব দেখে রেগে গিয়ে ক্রৌঞ্চ পর্বতে কুমারব্রহ্মচারী নামে বাস করতে চলে যান। শিব কার্তিককে শান্ত করতে আসেন। তা দেখে তিনি অন্যত্র চলে যেতে চেয়েছিলেন। কিন্তু দেবতাদের অনুরোধে তিনি কাছাকাছিই থেকে যান। শিব ও পার্বতী যেখানে ছিলেন সেই জায়গাটি শ্রীশৈলম নামে পরিচিত হয়। শিব অমাবস্যায় ও পার্বতী পূর্ণিমায় কার্তিককে দেখতে আসতেন। মন্দিরটি পূর্বমুখী। কেন্দ্রীয় মণ্ডপে অনেকগুলি স্তম্ভ এবং নন্দীকেশ্বরের একটি বিরাট মূর্তি আছে। শিবরাত্রি এই মন্দিরের প্রধান উৎসব।

শ্রীশৈলম থেকে বিজয়ওয়াড়া স্টেশন জাবে কিভাবে ?

বিজয়ওয়াড়া যাওয়ার জন্য তোমরা বাস পেয়ে যাবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় বাসটি ছাড়ে
শ্রীশৈলাম থেকে বিজয়ওয়াড়া দূরত্ব ২৭০ কিলোমিটার সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা মতন এবং বাসে ভাড়া পড়বে ৫৭০/ টাকা করে


#Mallikarjun
#andharapradesh #12Jyotirlingadarshan
#newvideo #indianrailway #patalganga
#markapur #mahakal #mahadev #tarakeswar #Kedarnath #kolkata #omnamahshivay @vlogger_tupai

   • হাওড়া থেকে শ্রী মল্লিকা অর্জুন জ্যোত...  

   • ১১৫ বছরের  জেল এখন মিউজিয়াম ৷৷Alipor...  

   • কাটা সাহেবের কুঠি ৷৷  Mangalgunj  Nil...  


Youtube Channel
   / @vlogger_tupai  

Facebook https://facebook.com/collaboration_in...

Instgram
https://instagram.com



Any Query
Email [email protected]

Thank u....❤

posted by fabioy7