Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

মামলা থাকলে সরকারি চাকরি হবে কি না? || Mamla thakle sorkari chakri hobe ki na? || ল ইন ফাইভ মিনিটস

Follow
Law in 5 Minutes

মামলা থাকলে সরকারি চাকরি হবে কি না ? জেনে নিন বিস্তারিত:
সাধারণত ২ ধরনের মামলা হয়ে থাকেঃ
১. দেওয়ানি মামলা
২. ফৌজদারি মামলা।

১. দেওয়ানি মামলা বলতে বোঝায় জমি জমা, বিবাহ, তালাক,ভরণপোষণ বা পাওনা টাকা উদ্ধার সংক্রান্ত মামলাকে বোঝায়।
তো কারো নামে যদি দেওয়ানি মামলা থাকে সেক্ষেত্রে ঐ ব্যক্তির বিদেশ গমনে বাধা নেই।

২. ফৌজদারি মামলা বলতে বোঝায় বাংলাদেশের আইন অনুযায়ী যে সকল কাজকে অপরাধ বলে বিবেচিত হয় সেসব কাজে কেউ লিপ্ত হলে তার নামে যে মামলা হয় তাকে ফৌজদারি মামলা বলে। যেমনঃ হত্যা মামলা, গুরুতর জখমের মামলা, নারী ও শিশু নির্যাতনের মামলা সহ ইত্যাদি।
কারো নামে যদি ফৌজদারি মামলা চলে তাহলে তিনি সরকারি চাকরির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে।
তবে সকল ক্ষেত্রেই যে সমস্যা হবে বা চাকরি হবে না এমনটি নয়। কখন সমস্যা হয় বা কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে সমাধান করবেন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

এছাড়াও দেখে নিন মামলা থাকলে বিদেশে যেতে পারবেন কি না???
   • মামলা থাকলে বিদেশ যেতে পারবেন কি না ?...  

বর্তমান সময়ের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় ইউটিউব এখন সকলের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। ইউটিউবে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষামূলক ভিডিও পাওয়া গেলেও আইন শিক্ষা এবং আইন সচেতনতায় ভালো এবং সহজে আইনী ব্যাখ্যা প্রদান করার মত তেমন ভিডিও লক্ষ্য করা যায়না । তাই এই বাস্তবতা কে সামনে রেখে Law in 5 Minutes এর পথ চলা।
এই চ্যানেলে জন সাধারণের আইনী সচেতনতার লক্ষ্য সমসাময়িক বিষয়ের উপর সহজ ভাষায় বিভিন্ন আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করা হয়।

আপনাদের সকলের নিকট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের ও আইন জানা ও আইন সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন।।।।


#সরকারি_চাকরি
#Law_in_5_Minutes
#মামলা
#Case
#ল_ইন_ফাইভ_মিনিট


SOCIAL MEDIA:

Follow our Facebook page   / lawin5minutes  

Join our Facebook group  / lawin.  .

Facebook ID: Hasanur Rahman:   / hasanurrahman51  

posted by amadecz