Secret weapon how to promote your YouTube channel
Get Free YouTube Subscribers, Views and Likes

বাবার জমি নিজের নামে খারিজ করতে কি কি লাগে | পিতার সম্পত্তি নামজারি করার নিয়ম |namjari

Follow
সহজ আইনের পথ

আসসলামু আলাইকুম। আমি এই ভিডিওতে জমি খারিজ করতে কি লাগে এরপর জমি নামজারি করার নিয়ম। জমি খারিজ করার নিয়ম ছাড়াও বাবার জমি নিজের নামে খারিজ করতে কি কি লাগে বা জমি খারিজ কি এরপর জমি নামপত্তন কি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দখবেন।

জমির শতভাগ নিরাপত্তার জন্য বাবার জমি বা দাদার জমি বা ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিজেদের নামে নামজারি করে নেওয়া সবচেয়ে ভালো। এবং সবচেয়ে ভালো হয় যদি ওয়ারিশ সূত্রে পাওয়া কোন জমি নিজেদের মধ্যে বাটোয়ারা বা বণ্টননামা দলিল করে নিলে সবচেয়ে ভালো হয়। দাদার জমি বা বাবার জমি বা ওয়ারিশ সুত্রে পাওয়া কোন জমি নিজেদের নামে নামজারি করার জন্য লাগবে হচ্ছে ওয়ারিশান সনদ এবং ওয়ারিশদের একটা করে পাসপোর্ট সাইজের ছবি এবং ওয়ারিশদের ভোটার আইডির ফটোকপি এবং খতিয়ান যদি দলিল থাকে তাহলে দলিলের ফটো কপি।

নতুন রেকর্ড করাতে পারবেন না
এই লিঙ্কে গিয়ে জেনে নিন
কোন কোন জমি।
   • নতুন রেকর্ড করাতে পারবেন না! Can't ma...  

posted by nardoyk