Get free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

বাজরিগার পাখির ডিম না পাড়ার কারণ ও করণীয় বাজরিগার পাখি পালন

Follow
grow life

বাজরিগার পাখি ডিম না পারার অনেকগুলো কারণ থাকতে পারে। সাধারণভাবে বেশিরভাগ লোকই জানতে চায় বাজরিগার ব্রিডিং করার কত দিন পর ডিম পারে। মূলত বাজরিগার মিটিং করার 7 থেকে 15 দিনের মধ্যে ডিম পেড়ে দেয়। যদি না পারে তবে বুঝতে হবে পাখিগুলোর কোন সমস্যা হচ্ছে । এখানে বাজরিগার পাখি ডিম না পারার কারণ গুলো নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। মূলত বাজরিগারের ডিম না পারার প্রধান দুটি কারণ হচ্ছে মেয়ে পাখির শরীরে চর্বি জমে যাওয়া অথবা পুরুষ পাখির ব্রিডিং এর সমস্যা থাকা এ দুটি সমস্যার সমাধানই এখানে দেখানো হয়েছে। এছাড়াও এখানে আরো ডিটেইলসে তুলে ধরা হয়েছে বাজিগারের খাঁচার সাইজ , বাজরিগার পাখি পালন পদ্ধতি, বাজিগারের খাদ্যাভ্যাস, বাজরিগার পাখির জন্য কি ধরনের যত্ন ও পরিচর্যা করতে হয় এই সবগুলো বিষয়।

posted by puzle47