Free views, likes and subscribers at YouTube. Now!
Get Free YouTube Subscribers, Views and Likes

বাজরিগার পাখির গরমের পুরো সপ্তাহের রুটিন | কি কি খাওয়াবেন না | বাজরিগার পাখি পালন | Pakhi Palon

Follow
grow life

বাজরিগার পাখির গরমের পুরো সপ্তাহের রুটিন | কি কি খাওয়াবেন না | বাজরিগার পাখি পালন | Pakhi Palon
গরমের সময় বাজরিগার পাখিকে কি কি খাবার খাওয়ালে তারা অসুস্থ হয়ে যায় এবং গরমে পাখিকে সুস্থ রাখতে কোন কোন খাবারগুলো খাওয়াতে হয় আজকে আপনি এটার বিস্তারিত জানবেন। আর সাথেই গরমের সিজনে পাখির সাপ্তাহিক রুটিন কি হবে এইটার ফুল ডিটেইলস আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ।
গরমের সময় পাখিকে সপ্তাহে একদিন বা ২ দিন এগ ফুড খেতে দেবেন। কারণ এগ ফুড পাখির শরীরকে গরম করে তোলে । যেদিন অতিরিক্ত গরম পরছে দেখবেন সেদিন চেষ্টা করবেন এগ ফুট না দেয়ার। তার পরিবর্তে সবুজ শাকসবজি দিয়ে পাখির জন্য নরম খাবার তৈরি করতে হবে। কি কি সবজি ব্যবহার করবেন এটি আমি দ্বিতীয় ধাপে বলছি। সপ্তাহে চারদিন পাখিকে অবশ্যই গ্রীন ফুট নরম খাবার প্রোভাইড করবেন। মানে সবুজ শাক সবজি খেতে দিবেন। আপনি পাখিকে সবুজ শাকসবজি দিবেন। আপনি এদেরকে দূর্বাঘাস দিতে পারেন তুলসী পাতা দিতে পারেন কলমি শাক ডাটা শাক কিংবা লালশাক দিতে পারেন আবার মাঝে মাঝে পুদিনা পাতা ও দিতে পারেন। এগুলো পাখির শরীরকে ঠাণ্ডা রাখে এবং অবশ্যই পুষ্টি সরবরাহ করে। আবার সজনে পাতা ও পাখিকে খেতে দিতে পারেন। মাঝে মাঝে একটু একটু সসা খেতে দিতে পারেন এতে ওদের শরীর ঠান্ডা থাকবে।

আর শাক সবজির মধ্যে পালং শাক এবং পুঁইশাক এ দুইটা পাখিকে গরমের সময় খেতে দিবেন না। কারণ এগুলো পাখির শরীরকে গরম করে তোলে। বিশেষ করে পালংশাক টা কখনোই পাখিকে খাওয়াবেন না। যদিও শীতের সময় এটা তেমন ঝুঁকিপূর্ণ নয় কিন্তু এমন অনেক রেকর্ড আছে পালং শাক খাওয়ার পর পাখির শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে পুঁইশাক নিয়েও বেশ কিছু কনফিউশন রয়েছে তাই আমার মনে হয় এই দুইটা শাক এভোয়েড করাই সবচাইতে ভালো।
দেখুন আমি ওদেরকে পাঁচ রকমের শাক দিয়েছি ওরা খুব মজা করে খাচ্ছে। এরকম করে আপনি যেদিন যত রকমের শাকসবজি আপনার বাসায় রয়েছে সেগুলো একত্রিত করে আপনার পাখিকে খেতে দেন প্রয়োজনে দূর্বাঘাস তুলে এনে খেতে দেন এটুকু করলেই হবে আলাদা করে কেনার প্রয়োজন হবে না।

৩, সীডমিক্স
আমরা জানি বাজিগার পাখির খাঁচা তে সব সময় সিডমিক্স বা খাবার দিয়ে রাখতে হয়। পাখির যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খায়। তবে অতিরিক্ত গরমের সময় পাখির সিডমিক্স চেয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হয়। বিশেষ করে এপ্রিল মে এবং জুন এই তিনমাস পাখির সিডমিক্স রে বড় একটা পরিবর্তন আনতে হবে। এটাও খুব সহজ। গরমের সময় পাখির সিডমিক্স আর থাকা তৈলবীজ এর পরিমাণ অর্ধেক করে দেবেন বা একেবারেই কমিয়ে দিবেন। বিশেষ করে গরমের সিজনে তাতে পাখির সিডমিক্স তৈরীর সময় সূর্যমুখীর বীজ খুবই সীমিত মাত্রায় দিবেন। শীতের সময় যেমন তেল বীজগুলো পাখির শরীরের হিট ধরে রাখতে সহায়তা করে গরমের সময় ঠিক এই পেলভিস গুলোই পাখির শরীরকে অতিরিক্ত গরম করে তোলে। ফলাফল স্বরূপ তাদের মধ্যে হিটস্ট্রোক থাপাতে থাকা এবং ঠান্ডা লাগার মতো বিভিন্ন সমস্যা হতে দেখা যায়। তাই গরমে পাখির সিডমিক্স তৈরীর সময় আপনি সূর্যমুখীর বীজ থেকে অর্ধেক বা তার থেকেও বেশি কমিয়ে ফেলবেন আর যারা বাজরিগার পাখির খাবার তৈরিতে ক্যানারি বীজ ব্যবহার করেন তারা এটা ব্যবহার করবেন না। এর বদলে কাউন এবং চীন আর পরিমাণটাই একটু একটু করে বাড়িয়ে দিবেন।

posted by puzle47