YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

কবুতর ডিম না দেয়ার কারন ও তার সমাধান। Pigeon eggs are not the cause of the solution.

Follow
Emon Pigeon Garden

#ডিম না দেয়ার কারন ও তার সমাধান কি কি
ভূমিকাঃ কবুতরের ডিম দেয়ার জন্য শরীরে পর্যাপ্ত পরিমানে ক্যালসিয়াম, এলবুমিন প্রোটিন, র্কাবনেট, ফসফরাস, ভিটামিন বি৬, বি১২, ডি, ই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকা জরুরী। এ সমস্ত ভিটামিনের অভাব জনিত কারনে কবুতর ডিম দেয় না আর যদি ডিম দেয় তাহলে অনুবর ডিম দেবে।

ডিম না দেয়া বিশেষ কয়েকটি কারন আলোচনা করবোঃ
১।সুষম খাবার না দেয়া । সতরাং কবুতরকে সুষম খাবার দিতে হবে।
২। কবুতর কৃমিতে আক্রান্ত হওয়া। কারন কৃমি কবুতরের শরীরের সিংহভাগ পুষ্টি উপাদান শোষন করে বেচে থাকে ফলে কবুতর শারীরিকভাবে দ্রুবল হয়ে পরে ডিম উৎপাদনে হ্রাস পায়, তাই নিয়োমিত কৃমি কোস করানো প্রয়োজন।
৩। সালমোনেলা জীবানু কোন লক্ষণ প্রকাশ না করেই দীঘ সময় কবতুরের শরীরে বাস করতে পারে। সে জন্য নিয়মিত মাল্টিভিটামিন ও মিনারেল ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।
৪। কবুতর সাধারন ৫ থেকে ৮ বছর পযন্ত ডিম বাচ্চা করে থাকে এই বয়সের পর এদের ডিম উৎপাদন আস্তে আস্তে কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়। তাছাড়া কবুতরের অতিরিক্ত চর্বি জমেও ডিম উৎপাদন কমে যেতে পারে।
৫। ঘন ঘন ডিম বাচ্চা নেয়া। অথাৎ আপনার কবুতর এক নাগারে ২ থেকে ৩ বার ডিম বাচ্চা করানোর পর ২০ থেকে ২৫ দিন নর মাদিকে আলাদে রেখে মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম কোর্স করাতে হবে।

এ পযায়ে আমি আলোচনা করবো কি কি ওষুধ ব্যবহারের মাধ্যেমে আপনি আপনার কবুতরকে ডিম বাচ্চা করাতে পারবেন।
১। কটলিভার ওয়েল টেবলেট প্রতি রাতে ১টি করে খাওয়াবেন মাদি কবুতরকে। চলবে ৫দিন
২। ইক্যাপ টেবলেট প্রতি রাতে ১টি করে খাওয়াবেন নর কবুতরকে।চলবে ৫দিন


What is the reason for not laying eggs and its solution
Introduction: It is important to have sufficient amount of calcium, albumin protein, carbonate, phosphorus, vitamin B6, B12, D, E etc. in the body for laying pigeon eggs. Pigeons do not lay eggs due to the lack of all these vitamins and if they lay eggs, they will lay fertile eggs.
I will discuss some special reasons for not giving eggs:
1. Not giving balanced food. Pigeons should be given a balanced diet.
2. Pigeon worm infestation. Because the worms live by absorbing nutrients from the pigeon's body, regular worming is necessary as the pigeon becomes physically weak and the egg production decreases.
3. Salmonella bacteria can live in pigeons for a long time without showing any symptoms. For that, regular multivitamin and mineral medicine should be provided.
4. Pigeons normally lay eggs for 5 to 8 years, after which their egg production slows down or stops altogether. Moreover, excess fat accumulation in pigeons can also reduce egg production.

In this step I will discuss what medications you can use to get your pigeon to lay eggs.
1. Feed 1 cot liver oil tablet to the female pigeon every night. It will last 5 days
2. Feed 1 ecap tablet every night to male pigeons for 5 days

Note: I am not a veterinarian. I am sharing with you that I have benefited my pigeon farm by using this method. Make sure to consult a registered doctor to act as per the video. Channel authorities will not be responsible for any kind of damage.

posted by crydaynapm1