Rock YouTube channel with real views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

বাজরিগার পাখি পালন সাবধানতা | পাখিকে কি কি খাওয়াবেন না | Poisonous foods For Bird Part 2

Follow
grow life

বাজরিগার পাখি পালন সাবধানতা | পাখিকে কি কি খাওয়াবেন না | Poisonous foods For Bird Part 2 | What not to feed budgie
বাজরিগার পাখি পালন সাবধানতা
যারা বাজরিগার পাখি পালন করেন কিংবা যেকোন পাখি পালতে চাচ্ছেন তারা কোনোভাবেই এই ভিডিওটি মিস করবেন না। কারণ সামান্য কয়েক মিনিটের ভিডিওটি আপনার পাখিকে অনেক বড় বিপদ ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। গ্ৰো লাইফের এবারের এপিসোডে আপনি জানবেন বাজরিগার পাখিকে কি কি খাওয়ানো যাবে না। আর কোন উপকরণ গুলো পাখির খাঁচায় ব্যাবহার করলে সেগুলো পাখির মৃত্যুর কারণ হতে পারে। তাই পাখি পালনের অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন‌।

১, আমরা পাখিকে বিভিন্ন রকমের শাক খেতে দেই। কিন্তু ঐ শাক এর মধ্যে কোন রকমের বিষ আছে কিনা এটা আমরা জানি না। কৃষকরা ফসল ফলানোর সময় জমিতে পোকা দমনের জন্য বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করে। আপনি যখন পাখিকে কোন শাক খাওয়াচ্ছেন সেটা যদি সরাসরি বাজার থেকে কিনে আনা শাক হয় তবে কিন্তু অনেক বড় ঝুঁকি রয়েছে। আমরা যখন কোন একটা শাক রান্না করে খাই তখন সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নেই। কিন্তু পাখির বেলায় এই সামান্য সতর্কতা টুকু আমরা মেনে চলি না। আপনি পাখিকে শাক সবজি খাওয়ানোর সময় অবশ্যই খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন । কারণ এর মধ্যে যে কীটনাশক গুলো থাকে এগুলো পাখির মৃত্যুর কারণ হতে পারে। গতকালই সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানি এক লোকের ভিডিও দেখলাম তার পাঁচটা পাখির বাচ্চা মারা গেছে পালংশাক খেয়ে কিন্তু পালংশাক তো পাখির জন্য বিষাক্ত না । সে নিজেই বলছে পাখির বাচ্চা গুলো মারা যাওয়ার কারণ একটাই। শাক গুলো সে ঠিকভাবে পাখিকে ধুয়ে দিয়েছিল না। আর এগুলোর মধ্যে কীটনাশক এর পরিমাণ টা অতিরিক্ত ছিল । প্রয়োজনে আপনি যে শাকি পাখিকে খেতে দেননা কেন সেটাকে 10 মিনিটের জন্য পানির মধ্যে চুবিয়ে রাখবেন এরপর পাখিকে খেতে দেবেন তাহলে ওর মধ্যে থাকা কীটনাশক গুলো এমনি নষ্ট হয়ে যাবে।

২, চকলেট
আপনি হাতে হাতে করে নিয়ে একটা চকলেট খাচ্ছেন। ভাবলেন আপনার শখের পোষা পাখি কেউ একটু ভেঙে দেয়া যাক। ভুলেও এই কাজ টি করতে যাবেন না । সব রকমের পাখির জন্য চকলেট পুরো বিষাক্ত একটা উপাদান। আসলে চকলেট এ Theobromine and caffeineApples নামক দুটি উপকরণ থাকে যেগুলো ছোট সাইজের পাখির জন্য বিষাক্ত। যদিও এগুলো মানুষের মতো বড় প্রাণীর জন্য নিরাপদ। তাই আপনার পাখি যদি চকলেট খেয়ে ফেলে। তবে সে মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়বে এমনকি মৃত্যুও হতে পারে।


৩ , ক্যাঙ্গার
পাখির জন্য ব্যবহৃত সিডমিক্স বা দানাদার খাবারের মধ্যে অনেক সময় আমরা ধুলাময়লা দেখতে পাই। এটা কিন্তু পাখির জন্য স্লো পয়জনিং হিসেবে কাজ করে। যদিও এটা আপনার পাখিকে মেরে ফেলবে না। কিন্তু আপনি যদি পাখিকে ময়লাযুক্ত সিডমিক্স অনেকদিন যাবত খাওয়াতে থাকেন তবে এটা পাখিকে ধীরে ধীরে অসুস্থ করে তুলবে। ডিম পাড়া পাখিগুলো এক সময় দুর্বল হয়ে ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। বাচ্চা পাখির গ্রোথ থেমে যেতে পারে। কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যায় পাখি আক্রান্ত হতে পারে।

এবার আসুন জানি সমাধান কি

আপনি যখনই বাজার থেকে পাখির জন্য সিড মিক্স কিনবেন খেয়াল করবেন সেটা যেন পুরো পরিষ্কার হয়। এক্ষেত্রে প্যাকেটজাত সিডমিক্স গুলো একটু বেশি দাম দিয়ে কিনতে পারেন ওগুলোর মধ্যে ধুলোময়লা কম থাকে। প্রয়োজনে সাধারণ সেট মেক্স কেনার পর বাসায় নিয়ে এসে খুব ভালোভাবে সীড মিক্স গুলো ঝেরে নেবেন । প্রয়োজনের সিডমিক্স কিনে আনার পর এগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন পরবর্তীতে রোদে শুকিয়ে তারপর পাখিকে খাওয়াবেন। এই দুইটা উপায়েই আপনি আপনার পাখিকে ক্যাংকার ঘটিত সমস্যা থেকে বাঁচাতে পারেন।

৪, বিভিন্ন ফলের বীজ
Apple
এবোকেডো
Pears
Cherries
Apricots
Peaches
Plums
Nectarines

5 , পাতাবাহার গাছের পাতা
পাতাবাহার গাছের পাতা দেখতে যত সুন্দর এগুলো ঠিক ততটাই বিষাক্ত। এটা মানুষ পাখি কুকুর বিড়াল বা খরগোশ প্রত্যেকের জন্য সমানভাবে বিষাক্ত। আপনি যদি ঘরের মধ্যে ছেরে টেম করা পাখি পালন করেন তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন ওরা কোন ইনডোর গাছ বা পাতাবাহারের পাতা খেয়ে না ফেলে। পাখি যদি পাতাবাহারের পাতা খেয়ে ফেলে তবে নিশ্চিত ভাবে এরা অসুস্থ হয়ে পড়বে। ডায়রিয়া দেখা দিবে এবং অতিরিক্ত খাওয়ার ফলে মারাও যেতে পারে।

6 , Allium Vegetables পেঁয়াজ রসুন ও আদা জাতীয় গাছ,

এলুম ভেজিটেবল বলতে বোঝায় পেঁয়াজ ও রসুন জাতীয় গাছ।
পেঁয়াজ বা রসুন গাছ গুলার পাতা ছালবাকল সবকিছু সব রকমের পাখির জন্য ক্ষতিকর। উপকরণ গুলো যদি পাখি খেয়ে ফেলে তবে এগুলো সরাসরি এদের লোহিত রক্তকণিকা কে ভেঙে ফেলে। বিজ্ঞানের ভাষায় এই সমস্যাটি কে বলা হয় hemolytic anemia এর ফলে পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এবং এই খাদ্যগুলো গ্রহণের মাত্রা যদি অতিরিক্ত হয় তবে সঠিক চিকিৎসা না পেলে পাখি মারা যায়। তাই সব সময় চেষ্টা করবেন পাখি যেন এই জিনিসগুলো কখনো খেতে না পারে।

7, আইসবার্গ লেটুস পাতা
সাধারণত পাখি সবুজ শাকসবজির মধ্যে লেটুসপাতা খেয়ে থাকে । কিন্তু লেটুসের মধ্যে আইসবার্গ লেটুস নামে এক প্রকারের লেটুস রয়েছে সেটার পাতাতে lactucarium নামের ক্ষতিকর কেমিক্যাল রয়েছে। বাজারিগার যদি এই আইসবার্গ লেটুস পাতাগুলোকে খেয়ে ফেলে তবে তারা ডায়রিয়াতে আক্রান্ত হবে এবং শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়বে।


8, বেকারির পন্য কুকি কেক বা ড্রাইকেক

নরমালি ময়দা দিয়ে তৈরি বিস্কিট বা সাধারণ টোস্ট পাখির জন্য তেমন ক্ষতিকর নয় । কিন্তু অতিরিক্ত সুগার ও কার্বোহাইড্রেট জাতীয় কেক কুকিজ বা ড্রাইকেক জাতীয় মজাদার খাবার পাখির বদহজম জাতীয় সমস্যা বা ডায়রিয়া সৃষ্টি করতে পারে ‌‌। বারবার এগুলো খেলে শরীরে Enterotoxemia নামক একরকম রোগের সৃষ্টি করে। এ রোগটা হচ্ছে এক ধরনের ডায়রিয়ার মতই অসুখ । যা আপনার পাখিকে ধীরে ধীরে দুর্বল করে তুলবে। তাই আদর করে আপনার কোন পাখিকেই এসব মজাদার বেকারির তৈরি খাবার খাওয়াতে জাবেন না।

posted by puzle47