Grow your YouTube channel like a PRO with a free tool
Get Free YouTube Subscribers, Views and Likes

Porer Jaga Porer Jomin || IPDC আমাদের গান || Joler Gaan

Follow
IPDC আমাদের গান

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডএর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।

আবদুল লতিফ (১৯২৫২০০৫) একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি উচ্চ শিক্ষার্থে কলকাতায় যান। কংগ্রেস সাহিত্য সংঘে তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। ১৯৫২ সালে আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে তিনি সুরারোপ করেন। পরবর্তীকালে গানটিতে সুরারোপ করেছিলেন আলতাফ মাহমুদ। তিনি তার জীবনে অসংখ্য গানে সুরারোপ করেছেন এবং কন্ঠ দিয়েছেন। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন, তন্মধ্যে ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’ ইত্যাদি সবিশেষ জনপ্রিয় । এদেশের সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাঁকে।

আমাদের এবারের পরিবেশনা আবদুল লতিফ এর একটি জনপ্রিয় গান
পরের জাগা পরের জমিন
কথা ও সুরঃ আবদুল লতিফ
মূল শিল্পীঃ আব্দুল আলীম
পরিবেশনায়ঃ জলের গান

ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল

এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

চিত্রগ্রহণঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ

• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
• হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
• বাংলা ঢোলঃ নয়ন
• পারকেশনঃ উজ্জ্বল
• খঞ্জনিঃ আলম
• ড্রামসঃ ডানো
• বেইজঃ তানিম
• ইলেকট্রিক গিটারঃ জোহান
• নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
• কিবোর্ডঃ মীর মাসুম
• হারমোনিয়ামঃ মাখন
• কোরাসঃ মন, নাশা, পিউ,

#IPDC #PorerJagaPorerJomin #IPDCআমাদেরগান

posted by phoniegopaignz7