Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

Python Rescued: ষষ্ঠীর সকালে অতিকায় অজগর উদ্ধার রাজগঞ্জের চরে

Follow
RNF News

ষষ্ঠীর সকালে রাজগঞ্জের এক নম্বর টাকিমারী এলাকায় মিলল একটি বিশালকায় অজগর। সেখানে এক বাড়ির সীমানার জালে আটকে পড়ে ছটফট করছিল অতিকায় সাপটি। সাত সকালে খবর পেয়ে বৃষ্টির মধ্যেই সেটিকে উদ্ধার করতে ছুটে আসেন গ্রীন জলপাইগুড়ির সদস্যেরা। প্রায় দশ ফুটের বেশি লম্বা সাপটিকে জাল থেকে ছাড়িয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস বলেন, টাকিমারী এলাকা থেকে একটি দশ ফুটের অজগর উদ্ধার করা হয়েছে।সাপটার ওজন প্রায় বিশ কেজি।সাপটা সুস্থ থাকায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অঙ্কুর বাবাউ আরও জানান, তাঁদের ধারনা, জঙ্গলে খাবারের ঘাটতি আছে। তাই ওরা খাবারের সন্ধানে বারবার লোকালয়ে চলে আসছে।

posted by chauta5i