It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

সরাসরি 🔴 পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহ আমানত সেতু এলাকা | Quota Andolon Live

Follow
Deepto News

চট্টগ্রামে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যোগ দেওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহ আমানত সেতু এলাকা।

সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে চট্টগ্রাম ককসবাজার সড়ক বন্ধ হয়ে যায়। এসময় আন্দোলনকারীরা জানান, কমপ্লিট শাটডাউন সফল করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সকাল ১১টার দিকে পুলিশ বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে তৎপর হয়। এসময় আন্দোলনকারীরা ইট, পাথর ছুঁড়তে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পুলিশের টিয়ার শেল আর আন্দোলনকারীরদের পাথর নিক্ষেপে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরে সাজোয়া যান সহ পুলিশের ষাঁড়াশি অগ্রযাত্রায় কোটা আন্দোনকারীরা ধীরে ধীরে পিছু হটতে থাকে। এক পর্যায়ে পিছু হটতে হটতে তারা বহদ্দারহাট পর্যন্ত পৌছে সেখানে কিছু সময় অবস্থান করে। পরে পুলিশের অভিযানে তারা ছত্রভঙ্গ হয়ে সরে যায়। পুলিশ বাহিনীর সদস্যরা রাস্তা থেকে কোটা আন্দোলনকারীদের দেয়া প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচলের উপযোগী করে সড়ক। দুপুর সাড়ে ১২ টার দিকে আবার শুরু হয় কক্সবাজার রুটে যানবাহন চলাচল। এদিকে চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ থেকে বের হতে চাইলে নগরীর খুলসী এলাকায় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ছাত্রীদের জোর করে আবারো কলেজে ঢুকিয়ে দেয়। এসময খুলসী এলাকায় উত্তেজনা বিরাজ করে।

রুনা আনসারী
চট্টগ্রাম

posted by ale1te2u