The easiest way to skyrocket your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

হারানো দিনের গান = যখন রবো না আমি = শিল্পী - সুরশ্রী শাশ্বতী গোস্বামী ।

Follow
Surashri Saswati Goswami

হারানো দিনের হৃদয় ছোঁয়া গান ।
যখন রবো না আমি ।
সুরকার রায়চাঁদ বড়াল ।
গীতিকার প্রণব রায় ।

স্বর্ণযুগের এই গানটি K. L. cygol , Kumar shanu প্রমূখ শিল্পীরা পরিবেশন করেছেন ।
শ্রদ্ধেয় শিল্পীদেরকে বিনম্র প্রণাম জানিয়ে আমি গানটি গাইবার চেষ্টা করলাম ।

শ্রোতা বন্ধু এবং বান্ধবীদের জন্য অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন রইল ।

চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ।

তবলায় সহযোগিতা করেছেন শ্রদ্ধেয় অমরেশ পাল ।

ধন্যবাদ ।

গানের কথা
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান ।

আমার মালার ফুলে
ধুলা যদি লাগে ভুলে
গানের কুসুমগুলি
হবে না তো কভু ম্লান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান ।

মোর জীবনের যত ভুল
তুমি ভুলে যেও সেই দিন
নিভে যাক নিশি ভোরে
যেদিন হলো মলিন ।

গানে গানে পরিচয়
সুন্দরতর হয়
সেই স্মৃতি হবে মোর
বিদায় বেলার দান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান ।

posted by Gontarskie1