It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Ragner এর মৃত্যু যেভাবে ইংল্যান্ড তৈরি করেছিল | Great Heathen Army Explained | Labid Rahat

Follow
Labid Rahat

DISCLAIMER
Directly from the researcher:
ভাইকিং দের নিয়ে স্টাডি করার জন্য সোর্স আসলে দুইটা। Saga of Ragnar Lodbroke এবং Anal’s of Saint Bertin। কিন্তু বিষয় হচ্ছে, এইসব সোর্সে অনেক কিছুই বলা থাকে যেগুলা হিস্ট্রিকালী একুরেট না। যেমন এই র‍্যাগনার লোডব্রোক বা তার তিন ছেলে যারা গ্রেট হিদান আর্মী লিড করেছিলো। তবে, এই ভিডিওর রিসার্চের সময় আমরা এই গ্রেট হিদান আর্মী কেনো ফর্ম করা হয়েছিলো সেটা নিয়ে বেশ ঘাটাঘাটি করেছিলাম।

এরকম একসাথ হয়ে প্রায় কয়েক হাজার সৈন্য নিয়ে একটা আস্ত দেশ বা কিংডম এটাক করাটা ভাইকিংদের জন্য খুবই এবনর্মাল একটা বিষয়। তো দুইটা রিজন আমরা পাই এখানে।

১। ভাইকিং এর দের ফ্রাংকিয়া ইনভেশনের পর কিং চার্লস দা বল্ড প্যারিসের চারপাশে ফোর্টিফিকেশনের দিকে নজর দেয়। যে কারণে নদীপথে রেইড দেয়াটা ভাইকিং দের জন্য টাফ হয়ে যাচ্ছিলো। একইসাথে ভাইকিং দের ভয়ে সব মনেস্টারী আস্তে আস্তে শহরগুলোর কেন্দ্রের দিকে চলে যেতে থাকে। কিন্তু ইংল্যান্ডে তখনো এরকম কিছু হয় নাই। তাই তারা তাদের নজর ওইদিকে শিফট করে। এটুকু ঠিক আছে। কিন্তু ৮৬৫ এর ইনভেশনে কিন্তু ওরা জাস্ট লুট করে নিয়ে চলে যায় নাই। বরং একের পর এক রাজ্য দখল করেছে। সো, এই রিজনিংটা আসলে একটু দুর্বল।


২। রাগ্নার লথব্রোকের মৃত্যু। রাগ্নার বলে কেউ না থাকলেও রেগেনহেরাস বা রেগেনহেরি নামের একজন গ্রেট ভাইকিং ওয়ারলর্ড যে ছিলো এটা একটা ফ্যাক্ট। কিন্তু ফ্রাংকিয়া রেইডের পর থেকে এংলো স্যাক্সন ক্রনিকেলসে তার নাম আর পাওয়া যায় না। এমনকী এনালস অফ সেইন্ড বার্টিনেও সে অনুপস্থিত। কিন্তু সাগা অফ র‍্যাগনার লথব্রোকে তার মৃত্যুর কথা বলা আছে। একইসাথে কিং Aella র নামও আছে। র‍্যাগনারের সময় ডেনিশ ভাইকিং দের রাজা হোরিক থাকলেও ভাইকিং দের কাছে এই নামটা একটা নিয়ার মিথিকাল স্টেটে চলে গিয়েছিলো। সো, তার মৃত্যু যে একটা আক্রমণ আনতে পারে ইংল্যান্ডের উপর এটা মেনে নেয়াটা ইজিয়ার। একইসাথে এই রিজনিং টা আরেকটা জিনিস জাস্টিফাই করে। কিং Erik the Child ক্ষমতায় থাকার পরেও সে এই রেইডে অংশগ্রহণ করে নাই। বরং এমন কিছু মানুষ এই ইনভেশন লিড করেছিলো যারা কেউই আসলে রাজ্য পরিচালনার পার্ট ছিলো না। সো, তাদেরকে ফলো করার জন্য কী এমন ফ্যাক্টর ছিলো যেটা সাধারণ ভাইকিংদের মোটিভেট করেছিলো? রাগনার লোদব্রোকের মৃত্যু



Greetings, I am Labid Rahat, a Mechanical Engineering graduate from RUET. Aside from my engineering background, I have a strong passion for maps and history. This has led me to create videos centered around maps, covering topics such as history, geography, International Politics, and much more. My aim is to provide an immersive experience that combines maps with historical and geographical knowledge, guiding you through the wonders of the past and present. If you're interested in staying connected, please do follow me on other social media platforms.

For Business Inquiry: [email protected]

Facebook Page :   / labidrahat.vh  
Instagram:   / labidrahat  
Facebook Group:   / vgullhistory  
I make maps using this AE Plugin: https://aescripts.com/geolayers



Timestamp
0:00 Intro
02:25 Revenge of Ragnersons
06:00 The Great Heathen Army
10:00 Formation of ENGLAND

posted by Thools8l